Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৮ অক্টোবর ২০২১ ই-পেপার

সারাকে লেখা যিশুর চিঠি…

নিজস্ব সংবাদদাতা
২৪ মে ২০১৮ ১৮:২৩
‘উমা’য় সকন্যা যিশু।

‘উমা’য় সকন্যা যিশু।

শুটিংয়ের সময় তাঁর যাবতীয় টেনশন। কিন্তু ছবি রিলিজের আগে হালকা মেজাজেই থাকেন অভিনেতা যিশু সেনগুপ্ত। এই প্রথম সেই চেনা রুটিন চেঞ্জ হল। সৌজন্যে ‘উমা’।

কারণ? উত্তরটা খুব সহজ। পর্দার ‘উমা’ হল যিশুর আত্মজা। সারা সেনগুপ্ত। এটাই তার ডেবিউ ফিল্ম। তাই ১ জুন রিলিজের দিন যত এগিয়ে আসছে ততই টেনশন বাড়ছে বাবার।

যিশু বললেন, ‘‘উমা আমার মেয়ের প্রথম ছবি। আমার মেয়ের সঙ্গে প্রথম ছবি। মেয়ের আমার সঙ্গে প্রথম ছবি। এটা কেউ ছিনিয়ে নিতে পারবে না সারা জীবন।’’

Advertisement

যদিও প্রস্তুতি হিসেবে মেয়েকে কিছুই শেখাননি তিনি। তাঁর কথায়, ‘‘সৃজিত প্রথম থেকেই বলেছিল ওকে কিছু বলবি না। ওর সঙ্গে বসা বা ওয়ার্কশপ কিছুই করেনি। আমরা তো টেনশনে ছিলাম। কিন্তু দেখলাম ও রিঅ্যাক্ট করল।’’

আরও পড়ুন, ‘উমা হয়তো ১৫ মিনিট দেখে বেরিয়ে আসব...’

সারার বয়স এখন ১২। ‘উমা’ রিলিজের আগে আমরা যিশুর কাছে জানতে চেয়েছিলাম, ঠিক এই মুহূর্তে এমন কোনও কথা রয়েছে, যেটা হয়তো টিনএজার সারাকে বলতে চান তিনি? এমন কোনও মেসেজ যেটা বাবা হিসেবে যিশু চান, মেয়ে ঠিক ১৮ বছর বয়স হলেই জানতে পারবে?

হ্যাঁ, বাবা হিসেবে যিশুর মনে জমা হয়েছে এমন কথা। কী সেটা? জানতে দেখুন এক্সক্লুসিভ ভিডিও।Tags:
Jishu Sengupta Tollywood Upcoming Movies Bengali Movie Celebrity Interview Celebritiesযিশু সেনগুপ্ত Video Umaউমা Sara Senguptaসারা সেনগুপ্ত

আরও পড়ুন

Advertisement