মধ্যপ্রদেশের ইনদওর থেকে মেঘালয়ে ঘুরতে গিয়ে কোথায় উধাও গেলেন নবদম্পতি? দিশা পাচ্ছিলেন না তদন্তকারীরা। ১১ দিন পরে জলপ্রপাতের ধার থেকে উদ্ধার করা হয় রাজা রঘুবংশীর দেহ। মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুনের অভিযোগ উঠেছে সোনম রঘুবংশীর বিরুদ্ধে।
এই ঘটনা নিয়ে এ বার প্রতিক্রিয়া দিলেন সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রনৌত। গত কয়েক বছরে দেশে ঘটে যাওয়া যে কোনও ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে থাকেন বিজেপি সাংসদ। রবিবার, ৯ জুন সোনমকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ।
এই ঘটনা জানার পর নিজের মাথা ঠিক রাখতে পারছেন না কঙ্গনা। এমনটা যে ঘটতে পারে, এখনও বুঝে উঠতে পারেননি তিনি। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “কী অদ্ভুত ব্যাপার না! একটা মেয়ে মা-বাবাকে এতটা ভয় পায় যে, বিয়ে নাকচ করার সাহস দেখাতে পারে না। এ দিকে সুপারি কিলার ভাড়া করে ঠান্ডা মাথায় স্বামীকে খুন করতে পারে!”
এ সব ভেবেই মাথা ধরে গিয়েছে অভিনেত্রীর। কঙ্গনার দাবি, মেয়েটি তো আইনি বিচ্ছেদ করে তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়েও যেতে পারত। তিনি লেখেন, “খুবই নিষ্ঠুর, নৃশংস। তার চেয়েও বড় কথা, অযৌক্তিক এবং বোকার মতো কাণ্ড।” এই ঘটনা শোনার পর সবাইকে সতর্কও করেছেন কঙ্গনা। তিনি লেখেন, “বোকা মানুষের থেকে সাবধানে থাকুন। আমরা এ ধরনের মানুষকে দেখে হাসাহাসি করি ঠিকই, কিন্তু তাঁরা যে কখন কী করে ফেলবেন তা বোঝা কঠিন। নিজেদের ভালর জন্য অনেক সময় চালাক-চতুর মানুষ অন্যের ক্ষতি করতে পারেন। কিন্তু বোকারা তো নিজেরাই জানেন না তাঁরা কী করছেন। তাই সাবধান হোন।”