Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৫ অক্টোবর ২০২১ ই-পেপার

রেহাই পেলেন না বিক্রমও

০৮ জুলাই ২০১৯ ০০:৫৩
বিক্রম

বিক্রম

কঙ্গনা রানাউত ও রাজকুমার রাও অভিনীত ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র ট্রেলার বেরোনোর পর থেকে সম্ভবত কঙ্গনার দিদি রঙ্গোলি একদণ্ডও শান্তিতে বসেননি! তাপসী পান্নু ওই ট্রেলারের প্রশংসা করার পরে তাঁকে আক্রমণ করে পরোক্ষে বলেন, ‘কেউ কেউ কঙ্গনাকে নকল করে নিজের দোকান চালায়। ট্রেলার শেয়ার করে, কিন্তু কঙ্গনার নামটুকুও নেয় না!’

তার পরে সেই জল বহু দূর গড়িয়ে চলে এসেছে টলিউড পর্যন্ত! অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় টুইটারে তাপসীর পক্ষ নিয়ে লেখেন, ‘কঙ্গনাকে প্রাপ্য সম্মান জানিয়ে বলছি, এই ভদ্রমহিলার এ বার চুপ করা উচিত।’ তাপসীর প্রশংসা করে বিক্রম এটাও লেখেন, তিনি দুর্দান্ত অভিনেত্রী। তাতে আরও চটে যান রঙ্গোলি। লেখেন, ‘আমি কেন চুপ করব? তোমার ওয়ালে তো লিখিনি!’ অপমানজনক ভাষাও ব্যবহার করেন বিক্রমের বিরুদ্ধে। তবে তার উত্তরে টলিউড অভিনেতা আর কোনও মন্তব্য করেননি টুইটারে। তাঁকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কোনও কথা বলতে চাননি। আসলে কথা বাড়িয়ে যে লাভ নেই, সেটা বুঝেছেন বলেই বোধহয়!

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

Advertisement

আরও পড়ুন

Advertisement