Advertisement
০৫ ডিসেম্বর ২০২৩
Kannada Actor Arrested

‘বাবরি মসজিদ রামের জন্মস্থান, ডাহা মিথ্যে’! বিতর্কিত মন্তব্যে গ্রেফতার অভিনেতা

হিন্দু ধর্মের গোটাটাই মিথ্যের উপর দাঁড়িয়ে, অভিনেতার টুইট উঠে এল বাবরি মসজিদের কথা, অবশেষে গ্রেফতার চেতন।

Picture Of Kannad Actor Chetan Kumar

গ্রেফতারির পর অভিনেতা চেতন কুমার। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ১৬:২০
Share: Save:

হিন্দুধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন দক্ষিণী ছবির অভিনেতা চেতন কুমার। একটি টুইট করে একেবারে জেলে অভিনেতা। শেষাদ্রিপুরম পুলিশ গ্রেফতার করে চেতনকে। বজরং দলের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার চেতন। কিন্তু হিন্দু ধর্ম নিয়ে কী লিখেছিলেন চেতন?

অভিনেতা চেতন কুমার টুইট করে লেখেন, হিন্দুধর্মের গোটাটাই মিথ্যের উপর দাঁড়িয়ে। এখানেই না থেমে অভিনেতা বলেন, ‘‘সাভারকর বলেছিলেন ভারত রাষ্ট্রের জন্ম সেই সময় যখন রাম রাবণকে পরাজিত করে অযোধ্যায় ফেরেন। এটাও একটা মিথ্যা। ১৯৯২ সালে বলা হল, বাবরি মসজিদ রামের জন্মভূমি সেটাও মিথ্যা। আজ ২০২৩-এ বলছে উরি গৌড়া এবং নাঞ্জে গৌড়া টিপু সুলতানকে মেরেছে, সেটাও মিথ্যা।’’

বিতর্কিত মন্তব্যকে করে পরিবেশ উত্তপ্ত আগেও করেছেন অভিনেতা। এর আগে হিজাব বিতর্কে বিচারপতির সমালোচনা করে গ্রেফতার হন। এ বার হিন্দু ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গ্রেফতার অভিনেতাকে মঙ্গলবারই তোলা হবে কোর্টে। যদিও অভিনেতার এ হেন মন্তব্যে নিন্দার ঝড় টুইটার জুড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE