Advertisement
E-Paper

তৈমুরকে নিয়ে প্রথম প্রকাশ্যে এলেন করিনা

এক সাক্ষাত্কারে করিনা বলেছিলেন, ‘‘আমার ছেলে খুবই গর্জিয়াস। খুব তাড়াতাড়ি আপনারা ওকে দেখতে পাবেন।” সেই প্রমাণ এ দিন হাতে নাতে পাওয়া গেল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুন ২০১৭ ১৪:৫৯
তৈমুরকে কোলে নিয়ে করিনা। ছবি: সংগৃহীত।

তৈমুরকে কোলে নিয়ে করিনা। ছবি: সংগৃহীত।

অবশেষে মা করিনা কপূরের কোলে দেখা মিলল তৈমুরের। গত ডিসেম্বরে জন্মের পর থেকেই লাইমলাইটে রয়েছে সইফ আলি খান ও করিনা কপূরের ছেলে। বহু বার পাপারাত্‌জিরা মা-ছেলেকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছেন। এবং ব্যর্থ হয়েছেন। প্রতিবারই ন্যানির সঙ্গে দেখা গিয়েছে তাকে। অবশেষে সাফল্য পেলেন তাঁরা। এই প্রথম মায়ের কোলে দেখা মিলল তৈমুরের। সম্প্রতি তুষার কপূরের ছেলে লক্ষ্য-এর জন্মদিনের পার্টিতে ছেলেকে নিয়ে গিয়েছিলেন করিনা। গাড়ি থেকে নামার সময় মা-ছেলেকে ফ্রেমবন্দি করেন সাংবাদিকরা।

আরও পড়ুন, স্বস্তিকা এটাও করেন, জানতেন?

এর আগে এক সাক্ষাত্কারে করিনা বলেছিলেন, ‘‘আমার ছেলে খুবই গর্জিয়াস। খুব তাড়াতাড়ি আপনারা ওকে দেখতে পাবেন।” সেই প্রমাণ এ দিন হাতে নাতে পাওয়া গেল।

আনুষ্ঠানিক ভাবে খান দম্পতি ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার আগেই তা প্রকাশ হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে এ বার ছেলেকে নিয়ে হাসিমুখেই ছবি তুললেন করিনা।

Taimur Ali Khan Saif Ali Khan Kareena Kapoor Celebrities করিনা কপূর খান সইফ আলি খান তৈমুর আলি খান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy