এই ছবিটি সোশ্যাল ওয়ার্ল্ডে এখন ভাইরাল। করিনা এবং সইফকে তো চেনাই যাচ্ছে। সইফের কোলে রয়েছে একটি শিশু। দেখেই বোঝা যাচ্ছে ফটোশপ করে এটি তৈরি। ওয়েব দুনিয়ায় কয়েক দিন আগেই শোনা গিয়েছিল করিনা কপূর খান নাকি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তারই সঙ্গে ঘুরছে এই ছবিটি।
এ সব ভুয়ো খবর সইফ আলি খান প্রকাশ্যে অস্বীকার করেছেন। চলতি মাসের প্রথম দিকেই সইফ বলেছিলেন, ‘‘একে একে সব গুজবের উত্তর দিচ্ছি। আমি সকলকে জানাতে চাই আমাদের এখনও সন্তান হয়নি। এমনকী সে ছেলে না মেয়ে তাও আমরা জানি না। কোনও ভাবেই লন্ডনে আমাদের সন্তান হবে না। আর হ্যাঁ, ছেলে বা মেয়ে যাই হোক আমরা তাকে ‘সইফিনা’ বলে ডাকব না।’’
এই সব গুজবের জেরে নিজের ‘বেবি শাওয়ার’ পর্যন্ত বাতিল করে দিয়েছিলেন করিনা। কপূর এবং খান পরিবারের সকলেই খুব বিরক্ত এই গুজবে। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে প্রথম সন্তানের জন্ম দেবেন তিনি। তার আগে যতটা সম্ভব আড়ালেই থাকতে চাইছেন নায়িকা।
আরও পড়ুন সইফের এই খারাপ দিকটা সন্তানের মধ্যে চান না করিনা
আরও পড়ুন সইফের এই খারাপ দিকটা সন্তানের মধ্যে চান না করিনা ' !
' !