Advertisement
০৯ মে ২০২৪

কার্তিকের টালবাহানা

এ ছাড়া অভিনেতার দেরি করার সমস্যা বহুচর্চিত। নির্ধারিত সময়ের অন্তত তিন-চার ঘণ্টা দেরিতে এসে পৌঁছন তিনি। সাক্ষাৎকার, মিটিং বাতিল করে দেওয়া তো রয়েছেই, পাশাপাশি দেরিতে এসেও বারবার বিরতি নেওয়ায় পুরো কাজই ক্ষতিগ্রস্ত হয় কার্তিকের তারকাসুলভ ট্যানট্রমে।

কার্তিক

কার্তিক

দীক্ষা দত্ত
মুম্বই শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ ০০:০২
Share: Save:

ছবি হিট হলেই স্টারডম সামলানো মুখের কথা নয়। সবাই তা পারেনও না। যেমনটা হয়েছে কার্তিক আরিয়ানের ক্ষেত্রে। সূত্রের খবর, সমস্যা বেধেছে ‘পতি পত্নী অউর উয়ো’ ছবির প্রচার নিয়ে। কার্তিক নাকি ছবির প্রচারের আলো এতটাই নিজের দিকে ঘোরাতে চাইছেন যে, অন্য কোনও অভিনেতাকে তার ক্রেডিটই দিতে চাইছেন না। প্রচার বা সাক্ষাৎকার চলাকালীন কার্তিক নিজেই অনর্গল কথা বলে চলেছেন। বিন্দুমাত্র সুযোগ দিচ্ছেন না ভূমি পেডনেকর এবং অনন্যা পাণ্ডেকে। এতে বেশ বিরক্ত হয়েছেন ভূমি। এমনকি প্রচারের সময়ে ভূমিকে ব্রাত্য করে কার্তিকের অনন্যা-প্রীতিও নজর এড়ায়নি টিমের। আবার কার্তিক তাঁর টিমকে বারবার জোর দিচ্ছেন, যাতে দুই নায়িকা ছাড়া শুধু তাঁরই সাক্ষাৎকার নেওয়া হয়। গোটা বিষয়টায় টি সিরিজ়ের মার্কেটিং টিম, প্রযোজক ভূষণ কুমার বেশ বিরক্ত।

এ ছাড়া অভিনেতার দেরি করার সমস্যা বহুচর্চিত। নির্ধারিত সময়ের অন্তত তিন-চার ঘণ্টা দেরিতে এসে পৌঁছন তিনি। সাক্ষাৎকার, মিটিং বাতিল করে দেওয়া তো রয়েছেই, পাশাপাশি দেরিতে এসেও বারবার বিরতি নেওয়ায় পুরো কাজই ক্ষতিগ্রস্ত হয় কার্তিকের তারকাসুলভ ট্যানট্রমে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, দুটো ছবি সফল হতে না হতেই মাথা ঘুরে গিয়েছে তাঁর। এমন চলতে থাকলে কাজ হাতছাড়া হতেও দেরি হবে না

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kartik Aaryan Main, Meri Patni Aur Woh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE