একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দু’জনের প্রথম দেখা হয়। সেখান থেকে একাধিক ছবির পার্টিতে আলাপ। ধীরে ধীরে একে অন্যের প্রেমে পড়া। প্রেমপর্বের দু’বছরের মাথায় বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। বর্তমানে তাঁরা পুত্রসন্তানের বাবা-মা। বিদেশে বড় হওয়া ক্যাটরিনার জীবন কী ভাবে বদলে দিলেন মধ্যবিত্ত পঞ্জাবি পরিবারের ছেলে ভিকি?
আরও পড়ুন:
ক্যাটরিনার সঙ্গে যে ভিকির বিয়ে হতে পারে, তা সম্ভবত ভাবেননি দু’জনের অনুরাগীরাও। ভিকির চতুর্থ ছবি ‘মসান’-এ তাঁর অভিনয় নিয়ে যখন সবে আলোচনা শুরু হয়েছে, তখন ক্যাটরিনার ঝুলিতে ৩০টি ছবি। অজস্র হিট, কিছু ব্লকবাস্টার। ‘ধুম থ্রি’, ‘অজব প্রেম কি গজ়ব কহানি’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘জব তক হ্যায় জান’, ‘এক থা টাইগার’-এর মতো ছবি করা হয়ে গিয়েছে তাঁর। ক্যাটরিনা তখন বলিউডের তারকা। সলমন খানের প্রেমিকা ছিলেন, প্রেম ভাঙার পরেও বন্ধুত্বে চিড় ধরেনি। রণবীর কপূরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। সেই সময়েই পুরস্কারের মঞ্চে মুখোমুখি দেখা ভিকি আর ক্যাটের। তার পর জ়োয়া আখতারের দীপাবলির পার্টি থেকে প্রেমপর্বের শুরু।
ভিকি ও ক্যাটরিনা দু’জনেই তাঁদের সম্পর্ককে মুড়ে রেখেছিলেন গোপনীয়তার চাদরে। যদিও ক্যাটরিনার মধ্যে প্রথম বদল লক্ষ্য করতে পারেন কৃতি সেনন। সম্প্রতি কৃতি বলেন, ‘‘আমি আর ক্যাটরিনা একই জায়াগায় শরীরচর্চা করি। হঠাৎ দেখি ওর পছন্দের গানের তালিকা বদলে গিয়েছে। দেখছি, সব পঞ্জাবি গান শুনছে। ওকে জিজ্ঞেস করলাম, ‘তুমি এই গান শুনছ?’ ক্যাটরিনা জানায়, ও নাকি ওই গানগুলো সম্পর্কে সবই জানে।’’ কৃতি যখন এই তথ্য সকলের সামনে তুলে ধরছেন, তখন পাশে বসে ভিকি বলেন, ‘‘আমি ভীষণ পঞ্জাবি গান শুনি আর শোনাতে ভালবাসি।’’ কৃতি জানান, ক্যাটরিনার গানের এমন রুচিবদল দেখেই বোঝেন, এর পিছনে কারও ইন্ধন আছে।