Advertisement
E-Paper

জন্মদিনের আগাম প্ল্যান করে ফেললেন ক্যাটরিনা?

সব কিছু ঠিক থাকলে আগামী ১৪ জুলাই মুক্তি পাবে ক্যাটরিনার পরবর্তী ছবি ‘জগ্গা জাসুস’। অনুরাগ বসুর পরিচালনায় সে ছবিতে প্রাক্তন প্রেমিক রণবীর কপূরের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাট। ঠিক তার দু’দিন পরেই অর্থাত্ ১৬ জুলাই তাঁর জন্মদিন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৭ ১৪:৩৭
ক্যাটরিনা কইফ।— ফাইল চিত্র।

ক্যাটরিনা কইফ।— ফাইল চিত্র।

হাতে এখনও এক মাস রয়েছে। তবুও এখন থেকেই জন্মদিন সেলিব্রেশনের পরিকল্পনা শুরু করে দিলেন ক্যাটরিনা কইফ। এ বছর কি বিশেষ কোনও প্ল্যান রয়েছে নায়িকার?

সব কিছু ঠিক থাকলে আগামী ১৪ জুলাই মুক্তি পাবে ক্যাটরিনার পরবর্তী ছবি ‘জগ্গা জাসুস’। অনুরাগ বসুর পরিচালনায় সে ছবিতে প্রাক্তন প্রেমিক রণবীর কপূরের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাট। ঠিক তার দু’দিন পরেই অর্থাত্ ১৬ জুলাই তাঁর জন্মদিন।

আরও পড়ুন, রণবীরের ‘গলতি সে মিসটেক’ কি জানেন?

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ছবির কমিটমেন্ট শেষ হলে একটা ছোট্ট বিরতি নিতে চান ক্যাটরিনা। সে কারণেই ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে নিউ ইয়র্কে জন্মদিন কাটাতে চান তিনি। নিউ ইয়র্ক তাঁর পছন্দের শহর। ঠিক ওই সময়েই নিউ ইয়র্কে আইফা ২০১৭-এর আসর বসবে। ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করছেন ক্যাটরিনা। তাই জন্মদিনের পরেও একেবারে পারফরম্যান্স শেষ করেই তিনি দেশে ফিরবেন বলে জানা গিয়েছে।

Katrina Kaif Jagga Jasoos Anurag Basu Ranbir Kapoor ক্যাটরিনা কইফ রণবীর কপূর
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy