‘ধুম থ্রি’-তে ক্যাটরিনার ‘কমলি’ নাচটা মনে পড়ছে? কিংবা ‘জব তক হ্যায় জান’ ছবির ‘ইশক সাভা’? বলিউডের সেরা ডান্সিং স্কিল থাকা নায়িকাদের মধ্যে একেবারে প্রথম দিকে জায়গা করে নিয়েছেন ক্যাটরিনা কইফ। তাঁর নাচের জাদুতে মাতোয়ারা দর্শক।
সলমন খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে প্রশংসা পেয়েছে ক্যাটরিনার অভিনয়। ছবির বক্স অফিস কালেকশনও অসামান্য। এ বার নায়িকা মন দিয়েছেন শাহরুখের সঙ্গে ‘জিরো’ এবং আমিরের সঙ্গে ‘ঠগস অব হিন্দোস্তান’-এর শুটিংয়ে।
কয়েকদিন আগেই নয়াদিল্লির একটি ডান্স স্টুডিওতে প্রভু দেবার কাছে নাচ তুলছিলেন ‘ঠগস...’ ছবির দুই তারকা। একটি গানের জন্যই ছিল এই প্রস্তুতি। ছবিটি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
এ বার শুধুই ক্যাটরিনার একটি ডান্সিং ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের। ইনস্টাগ্রামে তিনি নিজেই শেয়ার করেছেন রিহার্সালের একটি ভিডিও।