Advertisement
E-Paper

ভিকিকে সোহাগের রং ক্যাটরিনার, ফের একজোটে তমন্না-বিজয়! দোলে কী করলেন বলি তারকারা?

বন্ধুবান্ধব কিংবা পরিবারের সকলকে নিয়ে বসন্ত উৎসব উদ্‌যাপনে মাতোয়ারা বলিউডের নায়ক-নায়িকারা। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সেই সব মুহূর্ত।

বলিউড তারকাদের রঙবাজি।

বলিউড তারকাদের রঙবাজি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৮:৫৪
Share
Save

বাংলায় যা দোল, বলিউডে তাই হোলি! বছরের ব্যস্ততা এক দিকে, আর এক দিকে রঙের পরব। কেউ সপরিবার, কেউ যুগলে। আবার কারও ভাঙা সম্পর্ক জোড়া লাগল এই ফাঁকে। কেউ বা বন্ধুদের সঙ্গে সদলবলে। যে যে ভাবে পেরেছেন, উদ্‌যাপনে মেতেছেন।

অমিতাভ-জয়া: পর্দায় তিনি কখনও রেখার সঙ্গে রঙের খেলায় মাতোয়ারা, কখনও আবার হেমার সঙ্গে। কিন্ত বাস্তবজীবনে সঙ্গিনী জয়া বচ্চনের সঙ্গে প্রায় প্রতি বছর এই দিনটা উদ্‌যাপন করেন। এ বছরও পরিবারের প্রথা মেনে নেড়াপোড়া করেছেন তাঁরা।

ভিকি-ক্যাটরিনা: অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে প্রায় চার বছরের বিবাহিত জীবন। বিয়ের পর থেকে প্রতি বার রঙের উৎসবে শামিল হতে দেখা গিয়েছে ক্যাটরিনা কইফকে। এ বারও স্বামী, দেওর, শ্বশুর-শাশুড়িকে নিয়ে হোলি খেললেন নায়িকা। স্বামী ভিকির গাল সোহাগের রঙে রাঙালেন অভিনেত্রী।

বিজয়-তমন্না: গত কয়েক দিন ধরেই মায়ানগরী সরগরম বিজয় বর্মা ও তমন্না ভাটিয়ার বিচ্ছেদের খবরে। সদা একসঙ্গে থাকতেন যে জুটি, তাঁদেরই নাকি পথ আলাদা হয়েছে। কিন্তু রঙের উৎসবে যেন ফের কাছাকাছি তাঁরা। এ দিন অভিনেত্রী রবীনা ট্যান্ডনের বাড়িতে রং খেলে বেরোতে দেখা যায় যুগলকে। যদিও তাঁরা আলাদা আসেন, বেরোনও আলাদা ভাবে। তবে যখন বাড়ি ফেরেন তমন্নার সারা শরীর জুড়ে সবুজ গোলাপি রঙে ছয়লাপ। রঙিন হয়ে উঠলেন বিজয়ও। তাঁদের মধ্যেকার সমস্যার সমাধান সূত্র মিলল কি না তা অবশ্য অজানা।

মালাইকা: গত বছর প্রেম ভেঙেছে মালাইকা অরোরার। তার পর থেকে কাজেই ডুবে আছেন অভিনেত্রী। দোলের দিনেও ছুটি নেই। কলকাতায় এসেছেন অভিনেত্রী এক অনুষ্ঠানে। সেখানে নিজের ‘ঢোলনা’ গানে নাচতে দেখা যায় তাঁকে।

কার্তিক আরিয়ান: এই মুহূর্তে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে তাঁর প্রেমের চর্চা সর্বত্র। যদিও দোল উদ্‌যাপন করেছেন বাড়িতেই, বাবা-মা ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে। হোলির রঙে রঙিন করেছেন সহকারী থেকে বন্ধু, সকলকে। একেবারে মন খুলে আবির নিয়ে হুল্লোড় আরিয়ান পরিবারে।

সোনাক্ষী-জ়াহির: এমনিতেই স্বামীকে চোখে হারান সোনাক্ষী। তবে রঙের উৎসবে একা একা সোনাক্ষী। এই মুহূর্তে নিজের আসন্ন ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। জ়াহির রয়েছেন মুম্বইয়ের। বিয়ের পর প্রথম দোল জ়াহিরকে ছাড়াই কাটাতে হল সোনাক্ষীকে।

সলমন : এ বছর শুটিংয়ে ব্যস্ত সলমন খান। তাই ‘সিকন্দর’ ছবির সেটেই হল রং খেলা। সেটে কচিকাঁচাদের সঙ্গে উৎসবে রঙিন হয়ে উঠলেন ভাইজান।

Katrina Kaif Salman Khan Tamannaah Bhatia Vijay Varma Sonakshi Sinha Vicky Kaushal

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}