তাঁর বিরুদ্ধে বহু দিন ধরেই স্বজনপোষণের অভিযোগ। কর্ণ জোহরের ছবিতে নাকি জায়গা পান স্রেফ তারকা-সন্তানেরাই। নতুন মুখেদের প্রতিভা যতই থাক, পরিচালক নাকি ঝুঁকে থাকেন বরুণ ধবন, আলিয়া ভট্টদের দিকেই! সেই অভিযোগ উড়িয়েই এ বার পাশে দাঁড়ালেন কিয়ারা আডবানি। অভিনেত্রীর দাবি, বলিউডে কোনও পারিবারিক পরিচিতি না থাকা সত্ত্বেও কেরিয়ারের একেবারে শুরুর দিনগুলোয় তিনি পাশে পেয়েছিলেন কর্ণকেই।
ইন্ডাস্ট্রিতে তখন কিয়ারা একেবারে নতুন। পরিচালক-প্রযোজকদের দোরে দোরে ঘুরছেন। কাজের দেখা নেই। এমনকি ফিরিয়ে দিচ্ছিলেন ডিজাইনাররাও। সেই হতাশার সময়েই আচমকা কর্ণের সঙ্গে তাঁর সাক্ষাৎ। ২০১৮-য় কর্ণের ছবি ‘লাস্ট স্টোরিজ’-এ সুযোগ পান কিয়ারা। অভিনেত্রীর তাই কৃতজ্ঞতার শেষ নেই পরিচালকের কাছে।