Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Entertainment News

হেমন্তের শীতশীতে হাওয়ায় শুরুতেই জমজমাট ফিল্ম ফেস্টিভ্যাল

কলকাতার আবহাওয়াটা এখন বেশ ভাল। হেমন্তের শীতশীতে হাওয়ায় ফিল্ম ফেস্টিভ্যাল আসলে বাড়তি পাওনা। সাধারণ মানুষের সঙ্গে বহু ছবির কলাকুশলীদেরও শনিবার পাওয়া গেল সিনেপ্রেমীদের লাইনে। দেখা হয়ে গেল অভিনেতা রাহুলের সঙ্গেও।

ফেস্টিভ্যালে হাজির অভিনেতা রাহুল। ছবি— মেঘদূত রুদ্র।

ফেস্টিভ্যালে হাজির অভিনেতা রাহুল। ছবি— মেঘদূত রুদ্র।

মেঘদূত রুদ্র
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৭ ১৮:৩৬
Share: Save:

২৩তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের শুরুটা কিন্তু বেশ ভালই হল। প্রথম দিনই জমজমাট। শনিবার এমনিতেই বহু অফিস বন্ধ। আর যাঁরা ছুটি নিয়ে ছবি দেখার প্ল্যান করেছেন, তাঁরা অনেকেই সকাল সকাল হাজির হয়ে গিয়েছিলেন নন্দন চত্বরে।

আরও পড়ুন, ফিল্ম ফেস্টে যাচ্ছেন তো? আগে দেখে নিন এই ভিডিও ম্যানুয়াল

আরও পড়ুন, রবিবার ফেস্টিভ্যালে কোন কোন ছবি মিস করবেন না

কলকাতার আবহাওয়াটা এখন বেশ ভাল। হেমন্তের শীতশীতে হাওয়ায় ফিল্ম ফেস্টিভ্যাল আসলে বাড়তি পাওনা। সাধারণ মানুষের সঙ্গে বহু ছবির কলাকুশলীদেরও শনিবার পাওয়া গেল সিনেপ্রেমীদের লাইনে। দেখা হয়ে গেল অভিনেতা রাহুলের সঙ্গেও।

রবীন্দ্র সদনে ওপেন ফোরামে সেমিনার। — নিজস্ব চিত্র।

ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে গোটা কলকাতা জুড়েই একটা সাজ সাজ রব। নন্দনের রোজকার চেহারাও নিমেষে উধাও। লাইন দিয়ে টিকিট কেটে বা ডেলিগেট কার্ড হাতে ছবি দেখার তাগিদে হাজির হওয়াদের সঙ্গে এ দিন ভিড় জমিয়েছিলেন আলোচক-সমালোচকরাও। শিশির মঞ্চ, রবীন্দ্র সদন চত্বরে বহু এমন মানুষকেও চোখে পড়ল এ দিন, যাঁরা ফিল্ম মেকিং ইকুইপমেন্টস নিয়ে একটি একজিবিশনে অংশ নিয়েছিলেন।

প্রথম দিনই জমজমাট ২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সকাল থেকে সিনেমা দেখার লাইন নন্দনে। চলছে সিনে একজিবিশনও। উপচে পড়া ভিড় হলে। আমরা আছি আপনি আসছেন তো?

ওপেন ফোরামে এ দিন সেমিনারও হল একটি। বিষয় ছিল- সুপারহিট গান মানেই কি সুপারহিট সিনেমা?

ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম দিন দেখার মতো ছবির তালিকাটা বেশ দীর্ঘই ছিল। সুযোগ হল ‘সোয়ান’ দেখার। এটি আইসল্যান্ডের ছবি। পরিচালক আসা হেলগা জোরলেফসদোত্তির। হলে ভিড় হয়েছিল চোখে পড়ার মতো।

টিপিকাল ইউরোপিয়ান আর্ট হাউজ ঘরানার ছবি। কেন্দ্রীয় চরিত্রে এক জন টিনএজার মেয়ে। তাঁর চোখ দিয়ে এক দিকে যেমন আইসল্যান্ডের প্রাকৃতিক শোভা দেখানো হয়েছে, তেমনই সেখানকার মানুষদের একাকিত্বও ফুটিয়ে তোলা হয়েছে। মানুষের অসহায়তার কথা বলেছে।

শনিবার বিকেলের নন্দন। — নিজস্ব চিত্র।

ছবি দেখার পর পড়ন্ত বিকেলেও নন্দন চত্বরে ছিল বহু মানুষের ভিড়। যাঁরা হয়তো এমনিই এসেছিলেন। ফিল্ম ফেস্টিভ্যালে না এসেও তাঁরা অজান্তেই হয়ে হয়েছিলেন উত্সবের অঙ্গ।

ছবি দেখে অনেক এনার্জি নিয়ে এ বার বাড়ি ফেরার পালা...

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE