Advertisement
১৫ জুলাই ২০২৪
Entertainment News

পঞ্চম দিনে চলচ্চিত্র উৎসবে কী কী ছবি দেখবেন?

দেখে নিন পঞ্চম দিনে কোন কোন ছবি দেখা যেতে পারে।

নন্দন, রবীন্দ্র সদন-সহ ১৬টি সিনেমা হলে চলছে চলচ্চিত্র উৎসব। —ফাইল চিত্র।

নন্দন, রবীন্দ্র সদন-সহ ১৬টি সিনেমা হলে চলছে চলচ্চিত্র উৎসব। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ০০:০১
Share: Save:

দেখতে দেখতে চার দিন কেটে গেল ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। দেখানো হয়ে গেল সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’, বার্গম্যানের ‘ওয়াইল্ড স্ট্রবেরিজ’, গোদারের ‘দ্য ইমেজ বুক’, জাফর পানাহির ‘থ্রি ফেসেস’— এই সব বিখ্যাত সব ছবি। এর পরেও অনেক ভাল ভাল ছবি রয়ে গিয়েছে যেগুলো সিনেপ্রেমীরা মিস করতে চাইবেন না। নন্দন, রবীন্দ্র সদন-সহ ১৬টি সিনেমা হলে দেখানো হচ্ছে সেই সব ছবি। দেখে নিন পঞ্চম দিনে কোন কোন ছবি দেখা যেতে পারে।

পারসোনা- ১৯৬৬ সালের এই ছবিটি একটি ক্লাসিক সাইকোলজিক্যাল থ্রিলার। বহু পুরস্কারে ভূষিত। নন্দন-১-এ দেখানো হবে সকাল ৯টায়।

অ্যাডভেঞ্চার কিডস- মূলত ছোটদের জন্য তৈরি ছবি। বাড়ির বাচ্চাদের নিয়ে দেখতে যেতে পারেন শিশির মঞ্চে, সকাল ১১টায়।

আরও পড়ুন: উৎসবে সিনেমা বদলে বিভ্রান্তি

হোটেল বাই দ্য রিভার- পরিচালক হং স্যাংসু এ মুহূর্তে সিনে-দুনিয়ার এক জন নামকরা পরিচালক। ছবিটি বহু ফেস্টিভ্যালে প্রশংসিত। নবীনা সিনেমায় আগামিকাল সন্ধে ৭টায় দেখানো হবে।

কোল্ড ওয়ার- এই ছবিটির জন্য পলিকোওস্কি ২০১৮ কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছিলেন।

ক্লাইম্যাক্স- এই মিউজিক্যাল হরর ছবিটি কান চলচিত্র উ়ৎসবে পুরস্কারপ্রাপ্ত। আগামিকাল সন্ধে ৭.১৫ মিনিটে দেখানো হবে নন্দন-১-এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE