শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালবাসা জানাচ্ছি সব্বাইকে। সবাই খুব আনন্দ কর, মজা কর, হইচই কর। হুল্লোড় হোক। সবাই আনন্দ করে পুজো প্যান্ডেলে যাও।
ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর আছে আমাদের। আমার তো মনে হয়, কলকাতা সবথেকে সুন্দরী হয়ে ওঠে এই কটা দিন। খুব ভাল শিল্পীরা আছেন পশ্চিমবাংলায়। যাঁরা সারা বছর এই কটা দিনের জন্য অপেক্ষা করে থাকেন। তাই কোনও প্যান্ডেল মিস করো না। প্যান্ডেল হপিং কর সবাই। সাবধানে যাও কিন্তু।
আর সঙ্গে থাকছে ভুরিভোজ। ভুরিভোজ ছাড়া কোনও সেলিব্রেশন হয় না। প্রার্থনা করছি সবই যেন ভাল থাকে, আনন্দে থাকে, সুখে থাকে, হাসি মুখে থাকে এবং সব্বাইকে হাসিমুখে রাখতে পারে যেন।
আরও পড়ুন, কোন পুজো মণ্ডপে গেলেন প্রসেনজিত্-অপরাজিতা?
— Koel Mallick (@YourKoel) October 16, 2018
(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)