Advertisement
২০ এপ্রিল ২০২৪
National news

কলকাতা ফিল্ম ফেস্টিভালের শুরু এ বার বাংলা ছবি দিয়ে

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ঠাই পেল একটি বাংলা ছবি। বেঁচে থাকার গান (সঙ্গ‌্স অফ লাইফ)- নামে ওই ছবিটির পরিচালনা করেছেন অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৬ ১৯:১৪
Share: Save:

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ঠাই পেল একটি বাংলা ছবি। বেঁচে থাকার গান (সঙ্গ‌্স অফ লাইফ)- নামে ওই ছবিটির পরিচালনা করেছেন অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়। আন্তর্জাতিক মানের এই উৎসবের উদ্বোধনীতে এই প্রথম কোনও বাংলা ছবি দেখানো হবে। শুক্রবার পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব অত্রি ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান।

আগামী ১১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই চলচ্চিত্র উৎসব। সব মিলিয়ে ৬৫টি দেশের মোট ১৫৬টি ছবি দেখানো হবে। এ বারেও এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ, কাজল এবং সঞ্জয় দত্তের মতো তারকারা। তবে প্রথমে শাহরুখের উপস্থিতি নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। এ দিন সাংবাদিক সম্মেলনেই তা নিশ্চিত করেন তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব অত্রি ভট্টাচার্য। তিনি জানান, মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়ে শাহরুখ নিজে তার উপস্থিতির কথা জানিয়েছেন।

আরও পড়ুন: হুমায়ূন আহমেদের চরিত্রে ইরফান? কিন্তু এত লুকোছাপা কেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata International Film Festival Bengali Film
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE