Advertisement
E-Paper

বিশ্বনাথ বলেছে আমার বেবির নাম হবে ইচ্ছেপূরণ

আঠারো দিন ধরে টানা হাউসফুল ‘মুখার্জী-দার বউ’। শুধু কলকাতা নয়। মুম্বই থেকে হায়দরাবাদ, পেয়েছেন অজস্র মেসেজ, প্রশংসা।  মা হওয়ার জার্নিতে নতুন বসন্ত এখন কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের জীবনে। শাশুড়ি ‘শোভারানি’ ওরফে অনসূয়া মজুমদারের সঙ্গে দোল খেলে আনন্দবাজার ডিজিটালের মুখোমুখি কনীনিকা।আঠারো দিন ধরে টানা হাউসফুল ‘মুখার্জী-দার বউ’। শুধু কলকাতা নয়। মুম্বই থেকে হায়দরাবাদ, পেয়েছেন অজস্র মেসেজ, প্রশংসা।  মা হওয়ার জার্নিতে নতুন বসন্ত এখন কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের জীবনে। শাশুড়ি ‘শোভারানি’ ওরফে অনসূয়া মজুমদারের সঙ্গে দোল খেলে আনন্দবাজার ডিজিটালের মুখোমুখি কনীনিকা।

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৯ ১৫:০৭
কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

আপনার বেবি কি পেট থেকে বেরিয়েই ‘মুখার্জী-দার বউ’ বলে ডাকবে নাকি?
ও তো দু’মাস বয়স থেকে এই ছবির সঙ্গে আছে।

প্রেগন্যান্ট অবস্থায় ‘মুখার্জী-দার বউ’ এ অভিনয়ে রিস্ক ছিল না?
তা ছিল। তখন ‘অন্দরমহল’ও নেই। এ রকম কাজ ছাড়ব কী করে? আমার ইউনিট খুব সাহায্য করেছে। আমি আর অনসূয়াদি সকাল থেকে পাঁচ তলার ফ্ল্যাটে উঠে বসে থাকতাম। সারা দিন আর নামতাম না। ওই দুই ঘরে আমরা দু’জন। ওই সময়ের পারস্পরিক বোঝাপড়াও আমাদের অভিনয় করতে সাহায্য করেছে খুব।

যেমন?

আমরা কেউ ভাবিনি একে অন্যকে অভিনয়ে মেরে দিয়ে বেরিয়ে যাবো। এটা কিন্তু ফ্লোরে হয়। অভিনেতাদের সাইকোলজি কাজ করে। এমন করে সংলাপ বলব, কোঅ্যাক্টরের মুখের লাইট নিয়ে নেব। আমাদের উল্টোটাই হয়েছে। অনসূয়াদির অভিনয় দেখে বড় হয়েছি। আমাদের বোঝাপড়াটাই অনস্ক্রিনে আলো ফেলেছে। আমি শরীরের জন্য প্রমোশনে না গেলে অনসূয়াদিকে লোকে বলছে, বউমা এল না কেন?

দেখুন, বিনোদনের নানা কুইজ

আপনি তো অনেক ফোন পেয়েছেন হঠাৎ হঠাৎ...

আসলে সেগুলো খুব ব্যক্তিগত। ছবি দেখার দু’দিন পর মমদি ফোন করে বললেন, উনি সাদা কাগজে লিস্ট করে রেখেছেন কোন কোন জায়গাগুলো নিয়ে বলবেন। খেয়ালি দস্তিদার ফোন করলেন, সুদীপা বসু। আসলে অনেক মানুষ ফোন করেছেন। সকলের নাম এখানে বললে মনে হবে সেল্ফ পাবলিসিটি করছি। মানুষ নিজের গল্প ছবিতে দেখতে পেয়েছেন এটাই বড় কথা।

আরও পড়ুন, তৈমুরের লাইমলাইটে থাকা নিয়ে কী বললেন শর্মিলা?

কাফতান পরা, আপাত অর্থে ভারী চেহারা, মেক আপ ছাড়া অভিনয়...এখন মনে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে নায়িকার ধারণা বদলাচ্ছে?

আপনি বিশ্বের ছবির দিকে যদি তাকান দেখবেন সরু কোমর, ফর্সা রং মানে নায়িকা, এটা নেই। আমরা আসলে নায়িকাকে দ্রব্য ভাবি। নায়িকার ভাইটাল স্ট্যাটিস্টিকস্ নির্ধারণ করে দেওয়া হয়। নায়িকাকে বিক্রি করা হয়। আসলে নায়িকা মানে কোনও শরীর নয়। কোনও বয়স নয়। এটা বোঝার সময় হয়ে আসছে। অদিতির চরিত্র করার জন্য আমি চুলের রং বদলাই। আর আপনি কাফতানের কথা বলছেন তো? বলুন তো বেশির ভাগ বাড়িতে গরমকালে বাড়ির দরজাটা বন্ধ করে আমরা ছেঁড়া নাইটি পরেই তো দিন কাটাই। ছবিতে ওই দৃশ্যটা, যেখানে হঠাৎ আয়নার সামনে অদিতি নিজেকে দেখে...কত জন আমরা নিজের দিকে তাকাই?

এখন আপনার তো নিজের দিকে তাকাবার সময়...কী খেতে ইচ্ছে করছে?

প্রচুর লঙ্কা খাচ্ছি। মশলা দেওয়া খাবার তো খেতে পারছি না। কিন্তু লঙ্কা চাই। মা তো মজা করে বলছে, যে আসবে তার খুব তেজ হবে।


‘মুখার্জী-দার বউ’-এর শাশুড়ি-বউমা।

ছেলে না মেয়ে, কী পছন্দ?
সুস্থ সন্তান। ব্যস।

নাম ঠিক হয়েছে?

না না, আগে সব হোক।

সুরজিৎ কতটা সময় দিচ্ছে?

ওর কাজের মধ্যেও ও এই সময়টায় হাতে হাত ধরে আছে। আমার পরিবারও আছে। এখন অপেক্ষা...

কনীনিকার দর্শককে পরের ছবির জন্য কতটা অপেক্ষা করতে হবে?

এখন তো সন্তান আমার প্রায়োরিটি। কুড়ি বছর এই ইন্ডাস্ট্রিতে থাকার পর ‘মুখার্জী দার বউ’-এর মতো চরিত্র পেলাম।

আরও পড়ুন, আলিয়াকে সোশ্যাল মিডিয়ায় এ কী লিখলেন ক্যাটরিনা!

তা হলে আসল ধন্যবাদ প্রাপ্য শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায়ের?
নিশ্চয়ই। ওঁরা দুজনেই যে ভাবে সহযোগিতা করেছেন ভোলার নয়।

আপনি তো উনডোজের ঘরের লোক হয়ে গেলেন। এ বার তো ‘কণ্ঠ’ আসছে...
কণ্ঠে ছোট চরিত্র আছে। উনডোজের ঘরের লোক হলে তো ভাল। ওঁদের পরিবারের এক জন হয়ে উঠতে পারবো।

শিবপ্রসাদ নিশ্চয়ই পরের ছবির কথা বলেছেন?
এখন কী করে আমায় বলবেন বলুন? তবে ইন্ডাস্ট্রির মানুষ হয়ে আরও তিরিশ বছর থাকতে চাই।

আর আপনার বেবি? সে এখন কী বলছে?
আমার বেবি খুব লক্ষ্মী জানেন। আমায় জ্বালায় না। তবে বিশ্বনাথ বলেছে, আমার বেবি যেহেতু প্রথম থেকে আমার এই জার্নিটায় ছিল, ওর নাম হবে ‘ইচ্ছেপূরণ’। সবটাই যেন ঠিক হয়...ইচ্ছেপূরণ...

(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

কনীনিকা বন্দ্যোপাধ্যায় Tollywood Celebrities Koneenica Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy