গায়িকা থেকে নায়িকা হয়েছেন। সেই সঙ্গে বাগদানও সেরে ফেলেছেন। আগেই সে খবর নিশ্চিত করেছেন। এ বার প্রেমিকের দেওয়া আংটি সামনে আনলেন লেডি গাগা।
সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের রেড কার্পেটে ধরা দেন তিনি। পরনে ছিল ডি'অরের ব্যালেরিনা গাউন। তবে সকলের নজর গিয়ে পড়ে তাঁর অনামিকার উপর। তাতে একটা বড় গোলাপি হিরের আংটি জ্বলজ্বল করছিল যে!
আংটি লুকানোর কোনও চেষ্টাই করেননি গাগা। বরং এমনভাবে পোজ দিতে শুরু করেন, যাতে ভালভাবে আংটিটি দেখা যায়।এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "কারও প্রতি ভালবাসা জাহির করায় বাধা কোথায়?''
আরও পড়ুন: বিয়ে করতে ইতালি যাওয়ার আগে কী বললেন দীপিকা?
আরও পড়ুন: একাধিক সিরিজ নিয়ে আসছে নেটফ্লিক্স, তার মধ্যে কোনগুলো দেখবেন?
হলিউড এজেন্ট ক্রিশ্চিয়ান ক্যারিনোর সঙ্গে সম্প্রতি বাগদান সেরেছেন গাগা। তাঁর কাছ থেকেই পাওয়া ওই বহুমূল্য আংটি। তবে আংটির উপর বসানো ওই গোলাপি রত্নটি আসলে হিরে না দুর্লভ কোনও নীলা, তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি।