Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৬ সেপ্টেম্বর ২০২১ ই-পেপার

এটাই কি বলিউডের সবচেয়ে বোল্ড ভিডিও?

সংবাদ সংস্থা
২৬ অক্টোবর ২০১৫ ১৪:৪০

বলিউড ইতিমধ্যেই অনেক বোল্ড হয়েছে। কিন্তু সবচেয়ে বোল্ড ভিডিও বোধহয় এখনও দেখেননি দর্শকরা। এ বার তা সামনে এল। এমনটাই দাবি, ‘চার্লি কে চক্কর মে’-ছবির কলাকুশলীদের। সম্প্রতি প্রকাশিত হল ‘চার্লি কে চক্কর মে’-ছবির টাইটেল ট্র্যাক ‘লেটস্ প্লে বয়’। আর তা নাকি বলিউডের সবচেয়ে বোল্ড ভিডিও। এমনটাই দাবি, টিম ‘চার্লি কে চক্কর মে’-র। চলতি বছরেই মুক্তি পেতে পারে ছবিটি।

প্রযোজক কর্ণ আরোরার কথায়, ‘‘আমরা দর্শকদের বিনোদন দিতে চাই। তবে বোল্ডনেসের বিচারে সাম্প্রতিক ‘হেট স্টোরি’র সঙ্গে কোনও প্রতিযোগিতা করছি না আমরা। তবে এটুকু বলতে পারি আমাদের ভিডিও অনেক বেশি স্টাইলিস্ট। আশা করি দর্শকদের ভালই লাগবে।’’

মডেল এলিনা রক্সানাকে এই গানে একেবারে অন্য রকম ভাবে শুট করেছেন মনীশ। পরিচালক মনীশ শ্রীবাস্তবের কথায়, ‘‘এলিনার মতো হট মডেল এই গানটাতে সম্পূর্ণ করে তুলেছেন।’’

Advertisement

তবে এটাই সব নয়। রয়েছে সাতটা খুন। ড্রাগ ডিল। রহস্যের জাল। আর নাসিরুদ্দিন শাহ। এ সব নিয়েই ‘চার্লি কে চক্কর মে’-ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক। তাঁর দাবি, এই ইনভেস্টিগেশন থ্রিলারের টাইটেল থিম অনেকটা জেমস বন্ডের ছবির আদলে শুটিং করা হয়েছে। নাসিরুদ্দিন শাহের পারফরম্যান্সও এই ছবিতে মাইলফলক হয়ে থাকবে বলেই মনে করছে টিম ‘চার্লি কে চক্কর মে’। ভিডিওতে দেখে নিন ‘লেটস্ প্লে বয়’।

আরও পড়ুন

More from My Kolkata
Advertisement