ফের মা হতে চলেছেন অভিনেত্রী লিসা হেডেন। বুধবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবি শেয়ার করে নিজেই জানিয়েছেন সেই সুখবর।
স্বামী দিনো লালভানি এবং ছেলে জ্যাকের সঙ্গে মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে ক্যাপশনে লিসা লেখেন, ‘চার জনের সঙ্গে পার্টি’। কিন্তু ছবিতে তো তিনজন! লিসার ইশারা বুঝতে অবশ্য দেরি হয়নি নেটিজেনদের। মুহূর্তে তাঁর ইনস্টা কমেন্ট সেকশন ভরে ওঠে শুভেচ্ছাবার্তায়। অভিনেত্রী সোনম কপূর থেকে শুরু করে অ্যামি জ্যাকসন, পূজা হেগড়ে, গওহর খান, শিবানি দাণ্ডেকর সকলেই অভিনন্দন জানান লিসাকে। নীলরঙা সুইম স্যুটে লিসার চেহারাতেও পরিস্ফুট হচ্ছে ‘ ‘বেবি বাম্প’।
২০১৬ সালে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক দিনো লালভানিকে বিয়ে করেন লিসা। তাঁদের প্রথম সন্তান জ্যাক ২০১৭-এর মে মাসে জন্ম নেয়। সন্তানকে স্তন্যপানের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে নিন্দিতও হয়েছিলেন ওই অভিনেত্রী।
আরও পড়ুন- সলমনের সঙ্গে বিয়ে! কী বললেন জারিন খান?
আরও পড়ুন- বলিউডে এন্ট্রি হয়ে গেল এই বাংলাদেশি নায়িকার, আসতে আগ্রহী টলিউডেও
২০১০-এ ‘আয়েষা’ ছবির মাধ্যমেই বলিউডে ব্রেক মেলে লিসার। তারপর একে একে ‘কুইন’, ‘হাউসফুল থ্রি’-এর মত ছবিতে অভিনয় করছেন তিনি। শেষবার তাঁকে দেখা গিয়েছিল কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে। তবে বিশ্বের দরবারে অভিনেত্রী লিসা হেডেনের থেকেও ‘সুপার মডেল’ হিসেবে তিনি বেশি পরিচিত।