‘ইমন’কে মনে পড়ছে আপনার? ঠিকই ধরেছেন ধারাবাহিক ‘কুসুম দোলা’র ‘ইমন’। অর্থাত্ মধুমিতা চক্রবর্তী। তিনি নাকি সারপ্রাইজ দিতে চলেছেন? কিন্তু কী সেই সারপ্রাইজ?
দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন মধুমিতা। দেখা যাচ্ছে নাচ প্র্যাকটিস করছেন তিনি। কিন্তু ক্যাপশনে সারপ্রাইজের ইঙ্গিত দিয়েছেন মধুমিতা। আর তার জন্য অপেক্ষাও করতে বলেছেন তিনি।
মধুমিতা নাচে পটু। সে প্রমাণ আগেও দিয়েছেন। কিন্তু এ বার কোনও অনুষ্ঠানের জন্য রিহার্সাল করছেন কি? না! এখনই খোলসা করেননি তিনি।
আরও পড়ুন, শহর ছাড়লেন ঐন্দ্রিলা-অঙ্কুশ, গেলেন কোথায়?
‘কুসুমদোলা’র পর এখনই অন্য কোনও ধারাবাহিকে যুক্ত হচ্ছেন না মধুমিতা। সে কথা আগেই জানিয়েছিলেন। ২০১১ থেকে টানা ধারাবাহিকের কাজ করছেন। কখনও দু’মাস, কখনও বা তিন মাসের বিরতি নিয়েছেন। এ বার অন্য কিছু করতে চান তিনি।
Time for some sneak peek...stay tuned for the full surprise. #Performance #dance #Preparation
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)