Advertisement
২৬ এপ্রিল ২০২৪

স্টেজে উঠে কেঁদে ফেললেন ম্যাডোনা

অন্য দিন তাঁর কনসার্টে তিল ধারণের জায়গা থাকে না। স্টেজে তিনি এসে দাঁড়াতেই তাঁর তালে তাল মেলান আপামর দর্শক। তিনি পপ সুন্দরী ম্যাডোনা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৫ ১২:১১
Share: Save:

অন্য দিন তাঁর কনসার্টে তিল ধারণের জায়গা থাকে না। স্টেজে তিনি এসে দাঁড়াতেই তাঁর তালে তাল মেলান আপামর দর্শক। তিনি পপ সুন্দরী ম্যাডোনা।

কিন্তু এ দিনটা ছিল একটু আলাদা। তিনি মঞ্চে এলেন বটে, তবে চোখে জল নিয়ে।

কেন?

রবিবার সুইডেনের স্টকহলমে কনসার্টে প্যারিসে জঙ্গি হানায় নিহতদের স্মরণ করতে গিয়ে আর নিজেকে ধরে রাখতে পারলেন না ম্যাডোনা। ঝর ঝর করে কেঁদে ফেলতে দেখা যায় তাঁকে। অনুষ্ঠানের শুরুতে তিনি বলেন, “খুবই কঠিন সময়। প্যারিসে যা হয়েছে তা ভোলা সম্ভব নয়। নারকীয় হামলায় কত জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। তা দেখে চুপ থাকাও সম্ভব নয়। কত মানুষ যখন তাঁদের প্রিয়জনদের হারিয়েছে, কী ভাবে আমি নাচব, গাইব। কিন্তু যারা ঠান্ডা মাথায় এই নৃশংস হত্যালীলা চালাল। তারা তো এটাই চায়। চুপ করে দিতে চায় আমাদের। আমরা কিছুতেই তাদেরকে সফল হতে দেব না।”

বেদনাবিদুর কন্ঠে ‘লাইক আ প্রেয়ার’ গাওয়ার আগে পপ তারকা বলেন, ‘হিংসা, দ্বেষ থাকলেও তিনি আশাবাদী যে এই পৃথিবী ভালবাসায় মোড়া। একমাত্র ভালবাসা দিয়েই বিশ্বকে বদলানো সম্ভব।’ নীচে ভিডিওটির এক ঝলক।

ভিডিও সৌজন্যে এপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

madonna cries paris attack sweden concert
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE