দক্ষিণী তারকা রাম চরণের ছবির সেটে ব়ড় বিপর্যয়। জল স্রোতে ভেসে গেলেন চিত্রগ্রাহক থেকে সহকারী পরিচালকরা। হায়দরাবাদ শহরের বাইরে শমশাবাদ এলাকায় একটি স্টুডিয়োয় ঘটে এই বিপত্তি। সমুদ্রের মধ্যে অ্যাকশন দৃশ্যের সেট নির্মাণ করা হয়েছিল। সে জন্যই মজুত করা হয়েছিল বিশাল পরিমাণ জল। সেই জলের ট্যাঙ্ক ফেটেই বিপত্তি।
আরও পড়ুন:
সমুদ্রের ঢেউয়ের মতো জলের তোড় ভাসিয়ে নিয়ে যায় সেটে উপস্থিত কলাকুশলীদের। আচমকা এমন জলস্রোতের ভেসে যাওয়ায় জখমও হয়েছেন অনেকে। প্রায় বন্যা পরিস্থিতি। ক্ষতিগ্রস্থ হয়েছে দামী ক্যামেরা থেকে আলোর নানা সরঞ্জামও। এমন ঘটনায় স্বাভাবিক ভাবে সেটে দৌড়দৌড়ি শুরু হয়ে যায়।
তেলুগু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সহকারী চিত্রগ্রাহক-সহ টেকনিশিয়ানদের অনেকেই জখম হন। তাঁদের তৎক্ষণাৎ হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। এই ঘটনার পর, শুটিং সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে কী ভাবে ট্যাঙ্ক ভেঙে গেল। সুরক্ষা বিধি অনুসরণ করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে চলছে অভ্যন্তরীণ তদন্ত চলছে।
জানা গিয়েছে, ‘দ্য ইন্ডিয়া হাউস’ নামে এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিখিল সিদ্ধার্থ এবং বলিউড অভিনেত্রী সাই মাঞ্জরেকর। এ ছাড়া অনুপম খেরকেও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন রাম বংশীকৃষ্ণ এবং সহ-প্রযোজনা করেছেন বিক্রম রেড্ডি এবং অভিষেক আগরওয়াল, রাম চরণের প্রযোজনা সংস্থা।