অর্জুনে নতুন করে মুগ্ধ মালাইকা।
একান্তে বন্দি হতে চাইলে আবারও সঙ্গী হিসেবে বেছে নেবেন অর্জুন কপূরকেই। সোজা সাপটা জানিয়ে দিলেন প্রেমিকা মালাইকা আরোরা খান।
অভিনেত্রী ললেন, ‘‘আর কেউ নয়, আবারও যদি বন্দি হই, তবে আবার আমার অর্জুনকেই চাই। কারণ, ওর সঙ্গে থাকলে এক মুহূর্তের জন্যও বোর ফিল করি না। নানা রকম মজার কথাবার্তায় সব সময় আমাকে মাতিয়ে রাখে ও।’’