Advertisement
E-Paper

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুরের জন্য শুভেচ্ছা জানিয়েছেন: নুসরত

‘অসুর’-এর অদিতি চরিত্র নিয়ে যারপরনাই উৎসাহী নুসরত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২০ ১৫:২৫
নেত্রীর চেয়ে অভিনেত্রী হতে পছন্দ করেন নুসরত। ছবি: নুসরতের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে।

নেত্রীর চেয়ে অভিনেত্রী হতে পছন্দ করেন নুসরত। ছবি: নুসরতের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে।

বিয়ের পর এই প্রথম প্রিমিয়ার। আজ ‘অসুর’-এর মুক্তি নিয়ে কথা বলতে গিয়ে নুসরত বললেন, ‘‘মানুষ ভেবেছিল নুসরত শুধু রাজনীতি করবে। তা একেবারেই নয়। আমি কামব্যাক করার জন্য চ্যালেঞ্জিং রোল খুঁজছিলাম। পাভেলকে ধন্যবাদ। অসুরে সেই সুযোগ করে দেওয়ার জন্য। এটা আমার কামব্যাক ছবি।’’

আজ, শুক্রবার প্রিমিয়ারে তাঁর প্রচুর অতিথি আসছেন। সে কথা জানিয়ে নুসরত বলেন, ‘‘শ্বশুরবাড়ি, বাপেরবাড়ি দু’তরফে বলতে গিয়ে আমার রাবণের গুষ্টি হয়ে গিয়েছে। লম্বা লিস্ট। তবে মিমিকে খুব মিস করব। ও কলকাতা থাকলে নিশ্চয়ই আসত।’’

‘অসুর’-এর অদিতি চরিত্র নিয়ে যারপরনাই উৎসাহী তিনি। অদিতির মতো চরিত্র যে হতে পারে প্রথমে স্ক্রিপ্ট পড়ে কখনও তাঁর মনে হয়নি। তবে কাজটা করতে গিয়ে অদিতিকে নিজের মধ্যে দিয়ে চিনেছেন নুসরত। শুটিংয়ের আগে রীতিমতো ওয়ার্কশপ করে আবীর আর জিতের বান্ধবীর চরিত্রে মাঠে নেমেছেন তিনি।

‘অসুর’ দিয়ে নতুন বছর শুরু করছেন নুসরত। ছবি: সংগৃহীত।

দুর্গা পুজোর প্রেক্ষিতে এই ছবি আসলে বন্ধুতার কথা বলে। ‘‘সম্পর্ক মানেই জটিল। এটা আমি বুঝে গিয়েছি। সে বন্ধুত্ব হোক বা অন্য সম্পর্ক— অসুরেও সেই দিকটা ধরা হয়েছে। সরল ভাবে জটিল সম্পর্ক নিয়ে কথা বলেছে এই ছবি,’’ —বুঝিয়ে দিলেন নুসরত।

আরও পড়ুন: ঘর ছেড়ে রাঙা মাটির পথে বহু বছর, অজয়ের বাঁকে সেই অনাথবন্ধুর সঙ্গে দেখা

নতুন বছর শুরু করছেন ‘অসুর’ দিয়ে। কিন্তু রেজেলিউশন কী?

‘‘এ বছর ঠিক করেছি চুপ করে যাব। অনেক কথা বলি আমি। বেশি কথা বলায় লোক, মিডিয়া তার অন্য মানে করে বিতর্ক তৈরি করে। তাতে অবশ্য কিছু যায় আসে না। কিন্তু চুপ থাকাই ভাল,’’— সাফ জবাব নুসরতের।

আরও পড়ুন: বিবাহিত পরিচালকের সঙ্গে ব্যর্থ প্রেমপর্বের পরে পুনম ধিলোঁর দাম্পত্যও সুখের হয়নি

নেত্রীর চেয়ে অভিনেত্রী হতে পছন্দ করেন তিনি। সেই ভাবে শুরু করছেন নতুন বছর।

প্রিমিয়ারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন?

‘‘দিদি আমাকে অসুরের জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন। উনি শিল্প ভালবাসেন। ছবি দেখার সময় যদি পান নিশ্চয়ই ব্যবস্থা করব।’’

জিৎ নাকি আবীর কার দিকে ঝুঁকছেন তিনি?

এই প্রশ্নের উত্তর মিলবে আজই।

Celebrities Mamata Banerjee Movie Asur Nusrat Jahan Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy