Advertisement
E-Paper

এ কোন অভিষেক, ‘মনমর্জিয়া’র ট্রেলারে চমকে দিলেন!

মনমর্জিমাফিক সম্পর্ক আর সে সব সম্পর্কের ভাঙা গড়ার খেলা। আর সেই জটিলতা নিয়েই ‘মনমর্জিয়া’র গল্প বুনেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ

ট্রেলারেই ভিকি কৌশল, তাপসী পান্নু আর অভিষেক বচ্চনের অভিনয়ে বিভোর দর্শক। ছবি: ইউটিউব।

ট্রেলারেই ভিকি কৌশল, তাপসী পান্নু আর অভিষেক বচ্চনের অভিনয়ে বিভোর দর্শক। ছবি: ইউটিউব।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৮ ০৯:৫১
Share
Save

প্রেম জটিল নয়, জটিল প্রেমের মানুষগুলো...

মনমর্জিমাফিক সম্পর্ক আর সে সব সম্পর্কের ভাঙা গড়ার খেলা। আর সেই জটিলতা নিয়েই ‘মনমর্জিয়া’র গল্প বুনেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। ‘সেক্রেড গেমস’-এর বিপুল সাফল্যের পর অনুরাগ আবার হাজির পুরোদস্তুর একটা ছবি নিয়ে। অভিনয়ে ভিকি কৌশল, তাপসী পান্নু আর অভিষেক বচ্চন। সদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কাশ্যপ ভক্তদের ‘মনমর্জিয়া’ নিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস।

দু’বছর পর ফের অভিনয়ে ফিরছেন অভিষেক। ট্রেলারে জুনিয়র বচ্চনের অভিনয়ের এক ঝলক দেখেই অনেকে বলতে শুরু করে দিয়েছেন, ‘‘এ কোন অভিষেক?’’

দেখুন ট্রেলার:

রুমি-র(তাপসী পান্নু) প্রেমে হাবুডাবু খাচ্ছেন ভিকি (ভিকি কৌশল)। এ দিকে বিয়ের প্রসঙ্গ উঠলেই কিন্তু কিন্তু করতে থাকেন ভিকি। এরকম এক অবস্থাতেই রুমির সিদ্ধান্ত, দেখেশুনে পরিবারের পছন্দের কাউকে সে বিয়ে করবে। এই পরিস্থিতিতেই রবি (অভিষেক বচ্চন) এসে হাজির হয়। আর ঠিক তখনই শুরু হয় ত্রিকেণ প্রেমের জটিলতা।

আরও পড়ুন: দীর্ঘ লিভ ইনের পর ব্রেক আপ হয়েছে যে বলিউড তারকাদের

‘মনমর্জিয়া’ নিয়ে তাপসী পান্নুর বক্তব্য, ‘‘আসলে মনমর্জিয়া পরিচালক আনন্দ এল রাই আর অনুরাগ কাশ্যপ কল্পিত দু’টি আলাদা দুনিয়ার সংমিশ্রণ।’’

আরও পড়ুন: নায়িকাদের সঙ্গে পরকীয়ায় নাম জড়িয়েছে বলিউডের এই পরিচালকদের...

ছবির প্রযোজনা করছেন আনন্দ এল রাই এবং ফ্যান্টম ফিল্মস। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর মুক্তি পাবে অনুরাগ কাশ্যপ পরিচালিত এই ছবি।

মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।

Vickey Kaushal Trailer Anurag Kashyap Taapsee Pannu Abhishek Bachchan Manmarziyaan Anand L Rai

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}