সলমন খানের দীর্ঘ অভিনয়জীবনে পর্দায় একাধিক ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্রে ধরা দিয়েছেন। আবার এমন বহু চরিত্রে তাঁকে দেখা গিয়েছে, যেখানে নিজেকে ১৮০ ডিগ্রি বদলে ফেলার চেষ্টা করেছেন তিনি। সলমনের তেমনই একটি ছবি, ‘ফির মিলেঙ্গে’। এই ছবিতে এইচআইভি পজ়িটিভি এক যবুকের চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের ‘ভাইজান’।
এমনিতেই সলমনের বড় মনের পরিচয় বলিউডের অনেকেই পেয়েছেন। একাধিক কারণে কিছু ক্ষেত্রে তাঁর যেমন দুর্নাম রয়েছে, তেমনই কিছু মানুষের কাছে তিনি প্রায় ঈশ্বরের দূতের সমান। সম্প্রতি ‘ফির মিলেঙ্গে’ ছবির প্রযোজক শৈলেন্দ্র সিংহ জানান, অভিনেতা এই ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক নিয়েছিলেন মাত্র ১ টাকা। সেই সময় এই ধরনের বিষয় নিয়ে কাজ করতে গেলে একাধিক সমস্যার মুখে পড়তে হত। এমন বিষয় নিয়ে ছুতমার্গ ছিল বলিউডের। প্রেমের সিনেমাতেই বিশেষ নজর দিত বলিউড। সেই সময়ে দাঁড়িয়ে নিজের ভাবমূর্তির কথা না ভেবে, এমন একটা চরিত্র করতে রাজি হয়েছিলেন সলমন। উদ্দেশ্য ছিল, শুধুমাত্র যুবসমাজকে সচেতন করা।
আরও পড়ুন:
প্রযোজক শৈলন্দ্রের কথায়, ‘‘সলমন যেখানে বলিউডের ‘সুপারম্যান’। ওই সময় দাঁড়িয়ে এমন একটা চরিত্র করতে রাজি হয়েছিলেন তিনি যেখানে ক্লাইম্যাক্সে নায়কের মৃত্যু হয়। সাধারণ নায়কেরা শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রেম জুড়ে থাকতে চান। কিন্তু সলমন যুবসমাজের জন্য এমন একটা ছবি করেন, যেটা তখন কেউ ভাবতেই পারত না।’’ শুধু ছবির ক্ষেত্রেই নয়, সলমন বহু সমাজসেবামূলক কাজও করেন। তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা শিশুদের সুস্থ জীবনের জন্য বহু বছর ধরে কাজ করছে।