Advertisement
২৪ এপ্রিল ২০২৪
malti chahar

মডেল, অভিনেত্রী, জাতীয় স্তরের ক্রীড়াবিদ… ইনি জাতীয় দলের এক ক্রিকেটারের বোন

আইপিএলের স্রেফ দর্শকাসনে বসেই ফোকাস নিজের দিকে ঘুরিয়ে নেটমাধ্যমের অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন ইনি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ১৫:০৮
Share: Save:
০১ ১৫
আইপিএলের স্রেফ দর্শকাসনে বসেই ফোকাস নিজের দিকে ঘুরিয়ে নেটমাধ্যমের অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন ইনি।

আইপিএলের স্রেফ দর্শকাসনে বসেই ফোকাস নিজের দিকে ঘুরিয়ে নেটমাধ্যমের অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন ইনি।

০২ ১৫
জনপ্রিয়তায় বিরাট কোহলী, মহেন্দ্র সিংহ ধোনিদের চ্যালেঞ্জ দেওয়া এই তরুণী কে জানেন?

জনপ্রিয়তায় বিরাট কোহলী, মহেন্দ্র সিংহ ধোনিদের চ্যালেঞ্জ দেওয়া এই তরুণী কে জানেন?

০৩ ১৫
এই সুন্দরীর নাম মালতী চাহর। তিনি ক্রিকেটার দীপক চাহরের বোন।

এই সুন্দরীর নাম মালতী চাহর। তিনি ক্রিকেটার দীপক চাহরের বোন।

০৪ ১৫
২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচে দর্শকাসনে অত্যন্ত চিন্তিত মুখে বসে থাকতে দেখা যায় এই তরুণীকে।

২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচে দর্শকাসনে অত্যন্ত চিন্তিত মুখে বসে থাকতে দেখা যায় এই তরুণীকে।

০৫ ১৫
তখনও তাঁর পরিচয় জানতেন না কেউ। কিন্তু সুন্দরী এই তরুণী বার বার ক্যামেরাবন্দি হয়েছিলেন সে দিন।

তখনও তাঁর পরিচয় জানতেন না কেউ। কিন্তু সুন্দরী এই তরুণী বার বার ক্যামেরাবন্দি হয়েছিলেন সে দিন।

০৬ ১৫
পরে জানা যায় তিনি চেন্নাই সুপার কিংসের পেসার দীপকের বোন। ভাইকে সমর্থন করতেই ওই দিন মাঠে হাজির ছিলেন।

পরে জানা যায় তিনি চেন্নাই সুপার কিংসের পেসার দীপকের বোন। ভাইকে সমর্থন করতেই ওই দিন মাঠে হাজির ছিলেন।

০৭ ১৫
মহেন্দ্র সিংহ ধোনির ভক্ত মালতী। নিজের নেটমাধ্যমের পাতায় ধোনির একাধিক ছবি পোস্ট করেন তিনি। এ ছাড়া বিভিন্ন ভাবে ছবি প্রকাশ করে চেন্নাই সুপার কিংসের সমর্থন করে থাকেন নেটমাধ্যমেই।

মহেন্দ্র সিংহ ধোনির ভক্ত মালতী। নিজের নেটমাধ্যমের পাতায় ধোনির একাধিক ছবি পোস্ট করেন তিনি। এ ছাড়া বিভিন্ন ভাবে ছবি প্রকাশ করে চেন্নাই সুপার কিংসের সমর্থন করে থাকেন নেটমাধ্যমেই।

০৮ ১৫
মালতীর জন্ম ১৯৯০ সালে উত্তরপ্রদেশের আগরায়। আগরার কেন্দ্রীয় বিদ্যালয় থেকেই তাঁর পড়াশোনা।

মালতীর জন্ম ১৯৯০ সালে উত্তরপ্রদেশের আগরায়। আগরার কেন্দ্রীয় বিদ্যালয় থেকেই তাঁর পড়াশোনা।

০৯ ১৫
তাঁর বাবা লোকেন্দ্র সিংহ চাহর বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার এবং মা ফ্লোরেন্স রাবাদা একজন আইনজীবী।

তাঁর বাবা লোকেন্দ্র সিংহ চাহর বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার এবং মা ফ্লোরেন্স রাবাদা একজন আইনজীবী।

১০ ১৫
লখনউয়ের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছেন তিনি।

লখনউয়ের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছেন তিনি।

১১ ১৫
কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও ইঞ্জিনিয়ার হওয়ার কোনও ইচ্ছা তাঁর ছিল না। পেশা হিসাবে মডেলিংকেই বেছে নেন তিনি।

কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও ইঞ্জিনিয়ার হওয়ার কোনও ইচ্ছা তাঁর ছিল না। পেশা হিসাবে মডেলিংকেই বেছে নেন তিনি।

১২ ১৫
২০০৯ সালে ‘মিস ইন্ডিয়া আর্থ’ হন মালতী। ২০১৪ সালে ‘মিস ইন্ডিয়া দিল্লি’ প্রতিযোগিতায় দ্বিতীয় হন। তার পর থেকেই মূলত মডেলিংয়ে চলে আসা।

২০০৯ সালে ‘মিস ইন্ডিয়া আর্থ’ হন মালতী। ২০১৪ সালে ‘মিস ইন্ডিয়া দিল্লি’ প্রতিযোগিতায় দ্বিতীয় হন। তার পর থেকেই মূলত মডেলিংয়ে চলে আসা।

১৩ ১৫
একাধিক বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে কাজ করেছেন তিনি। দক্ষিণী ছবিরও একাধিক প্রস্তাব আসতে শুরু করেছে তাঁর কাছে।

একাধিক বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে কাজ করেছেন তিনি। দক্ষিণী ছবিরও একাধিক প্রস্তাব আসতে শুরু করেছে তাঁর কাছে।

১৪ ১৫
‘লেটসম্যারি ডট কম’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। এ ছাড়া তিনি ছাত্রজীবনে হাইজাম্পে জাতীয় স্তরে অংশ নিয়েছেন।

‘লেটসম্যারি ডট কম’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। এ ছাড়া তিনি ছাত্রজীবনে হাইজাম্পে জাতীয় স্তরে অংশ নিয়েছেন।

১৫ ১৫
অনুরাগীদের আশা পূরণ করতে খুব তাড়াতাড়ি বলিউডেও হয়তো দেখা যাবে তাঁকে।

অনুরাগীদের আশা পূরণ করতে খুব তাড়াতাড়ি বলিউডেও হয়তো দেখা যাবে তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE