Advertisement
০২ মার্চ ২০২৪
Miss India 2019

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, মডেলিং... সেরা সৌন্দর্যের খেতাব পেলেন ইনি

সুমন রাও। রাজস্থানের ২২ বছরের এই তরুণী একটি সৌন্দর্য প্রতিযোগিতার খেতাব জিতে চলে এসেছেন খবরের শিরোনামে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ জুন ২০১৯ ১৩:৩৬
Share: Save:
০১ ১১
সুমন রাও। রাজস্থানের ২২ বছরের এই তরুণী একটি সৌন্দর্য প্রতিযোগিতার খেতাব জিতে চলে এসেছেন খবরের শিরোনামে।

সুমন রাও। রাজস্থানের ২২ বছরের এই তরুণী একটি সৌন্দর্য প্রতিযোগিতার খেতাব জিতে চলে এসেছেন খবরের শিরোনামে।

০২ ১১
১৯৯৬ সালের ২৩ নভেম্বর রাজস্থানে জন্মগ্রহণ করেন সুমন।

১৯৯৬ সালের ২৩ নভেম্বর রাজস্থানে জন্মগ্রহণ করেন সুমন।

০৩ ১১
চলতি বছরই মিস রাজস্থান হয়েছিলেন তিনি।

চলতি বছরই মিস রাজস্থান হয়েছিলেন তিনি।

০৪ ১১
সেরা সুন্দরীর খেতাব ছাড়াও মিস র‍্যাম্পওয়াক খেতাবও জিতেছেন তিনি।

সেরা সুন্দরীর খেতাব ছাড়াও মিস র‍্যাম্পওয়াক খেতাবও জিতেছেন তিনি।

০৫ ১১
তিনি ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্টস্‌ ইন্ডিয়া, দিল্লিতে পড়াশোনা করছেন।

তিনি ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্টস্‌ ইন্ডিয়া, দিল্লিতে পড়াশোনা করছেন।

০৬ ১১
তিনি বরাবরই মডেলিং এর সঙ্গে যুক্ত ছিলেন। মডেলিংই তাঁর প্রথম পছন্দ বলেও জানিয়েছিলেন সুমন।

তিনি বরাবরই মডেলিং এর সঙ্গে যুক্ত ছিলেন। মডেলিংই তাঁর প্রথম পছন্দ বলেও জানিয়েছিলেন সুমন।

০৭ ১১
নাচ করতেও তিনি বেশ পছন্দ করেন। সৌন্দর্য প্রতিযোগিতায় দুর্দান্ত নেচে সবার মন করেছেন সুমন।

নাচ করতেও তিনি বেশ পছন্দ করেন। সৌন্দর্য প্রতিযোগিতায় দুর্দান্ত নেচে সবার মন করেছেন সুমন।

০৮ ১১
মডেলিং, নাচ করার পাশাপাশি তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যুক্ত।

মডেলিং, নাচ করার পাশাপাশি তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যুক্ত।

০৯ ১১
পরিবারের প্রিয় সুমনের পছন্দের খেলা বাস্কেট বল।

পরিবারের প্রিয় সুমনের পছন্দের খেলা বাস্কেট বল।

১০ ১১
সুমনের মাথায় সেরার শিরোপা তুলে দেন গত বারের বিজয়ী অণুকৃতি ভাস।

সুমনের মাথায় সেরার শিরোপা তুলে দেন গত বারের বিজয়ী অণুকৃতি ভাস।

১১ ১১
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE