Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Rani Rashmoni

TRP: টিআরপি-র যুদ্ধে মিঠাই, অপু, সর্বজয়াকে টক্কর দিচ্ছে কে?

সার্বিক ভাল ফলের জন্য জি বাংলার প্রাপ্ত নম্বর ৬৮২। স্টার জলসা পেয়েছে ৬৩৩।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ১৮:২৫
Share: Save:

চলতি সপ্তাহের রেটিং চার্টেও বড় বদল নেই। প্রথম পাঁচটি স্থান জি বাংলার পাঁচ ধারাবাহিকের দখলে। বাঙালি বুঝিয়ে দিয়েছে, হোক মধুমেহ। তবু ‘মিঠাই’ চাই-ই। সেই অনুযায়ী ‘মিঠাই’ আবারও প্রথম। সে পেয়েছে ১১.৪ নম্বর। ৮.৯ পেয়ে দ্বিতীয় ‘অপরাজিতা অপু’। তৃতীয় স্থান কিছুতেই হাতছাড়া করছেন না দেবশ্রী রায়। ৮.৭ পেয়ে ‘সর্বজয়া’ তৃতীয়। চতুর্থ, পঞ্চম যথারীতি ‘যমুনা ঢাকি’, ‘কৃষ্ণকলি’। চলতি সপ্তাহে দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮, ৭.৯।

এর মধ্যেও চমক রয়েছে। ‘রানিমা’র পরে ‘মথুরবাবু’ও বিদায় নিয়েছেন ধারাবাহিক ‘রাণী রাসমণি’ থেকে। সম্ভবত সেই কারণেই গত সপ্তাহে রেটিং চার্টে বেশ পিছিয়ে গিয়েছিল ধারাবাহিক। চলতি সপ্তাহে ৭.১ পেয়ে নবম থেকে উঠে এসেছে সপ্তমে।

ফারাক বেড়েছে জি বাংলা, স্টার জলসা চ্যানেলের নম্বরের মধ্যেও। সার্বিক ভাল ফলের জন্য জি বাংলার প্রাপ্ত নম্বর ৬৮২। স্টার জলসা পেয়েছে ৬৩৩। বাকিরা কে কোথায়? চোখ রাখুন চার্টে—

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rani Rashmoni Serials TRP Ratings
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE