সীমান্তে সন্ত্রাস আছে। উপত্যকায় পাথর ছোড়া বিক্ষোভও আছে। তার মধ্যেই শ্যুটিংয়ের জন্য সাড়ে তিন বছর পর ফের কাশ্মীরমুখো বলিউড।
মেঘনা গুলজার তাঁর পরের ছবির শ্যুটিং করবেন কাশ্মীরেই। একাত্তরের ভারত-পাক যুদ্ধের কাহিনি নিয়ে এ ছবি ‘রাজি’-র মূল ভূমিকায় রয়েছেন আলিয়া ভট্ট। অগস্টের শেষ দিকেই শ্যুটিং শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই একাধিক জায়গা ‘রেকি’ করে এসেছেন মেঘনা-সহ ছবির কলাকুশলীরা। উপত্যকায় শ্যুটিং নিয়ে রীতিমতো উত্তেজিত তিনি। বললেন, ‘‘কাশ্মীর বলতেই বাবা-মায়ের (গুলজার ও রাখি) সঙ্গে শ্যুটিং দেখতে যাওয়ার কথা মনে পড়ে। ৩৫ বছর বাদে নিজে সেখানে শ্যুটিং করব, ভাবলেই রোমাঞ্চ হচ্ছে।’’ তবে ঠিক কোথায় কোথায় লোকেশন বেছেছেন, তা এখনই জানাতে চান না মেঘনা।
আরও পড়ুন: রিয়ার বিয়ের পরই এনগেজমেন্ট সেরে ফেললেন প্রাক্তন বয়ফ্রেন্ড অস্মিত!