Advertisement
E-Paper

‘দরজা খুলতেই আমার উপর ঝাঁপিয়ে পড়েন’, এ বার নওয়াজের বিরুদ্ধে সরব নীহারিকা

তাঁর লেখা শনিবার টুইটারে শেয়ার করেছেন সাংবাদিক সন্ধ্যা মেনন। তবে ওই তিন জনের কেউই রাত পর্যন্ত কোনও জবাব দেননি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ০৩:০৪
নওয়াজউদ্দিন সিদ্দিকি, সাজিদ খান এবং একটি মিউজিক সংস্থার কর্তা ভূষণ কুমারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন অভিনেত্রী নীহারিকা সিংহ।

নওয়াজউদ্দিন সিদ্দিকি, সাজিদ খান এবং একটি মিউজিক সংস্থার কর্তা ভূষণ কুমারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন অভিনেত্রী নীহারিকা সিংহ।

বলিউডে #মিটু নিয়ে আবার মুখ খুললেন অভিনেত্রী নীহারিকা সিংহ। নওয়াজউদ্দিন সিদ্দিকি, সাজিদ খান এবং একটি মিউজিক সংস্থার কর্তা ভূষণ কুমারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি। তাঁর লেখা শনিবার টুইটারে শেয়ার করেছেন সাংবাদিক সন্ধ্যা মেনন। তবে ওই তিন জনের কেউই রাত পর্যন্ত কোনও জবাব দেননি।

নীহারিকা জানিয়েছেন, নিগ্রহ বলতে ঠিক কী বোঝায়, কাকে শাস্তি দেওয়া দরকার, কাকে ক্ষমা করা যায়, এ বিষয়গুলো ভাল করে বুঝে নিতেই নিজের অভিজ্ঞতা লিখলেন তিনি। ‘মিস লাভলি’ ছবির অভিনেত্রী জানিয়েছেন, সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর রাজ কানওয়ার তাঁকে একটি ছবিতে সুযোগ দিতে চান। কিন্তু ভূষণ কুমার কানওয়ারকে জানান, ওই ছবি থেকে নীহারিকাকে ছেড়ে দেওয়া হোক, কারণ তিনি একটি ছবিতে তাঁকে নিতে চান। নীহারিকাকে নিজের অফিসে ডেকেও পাঠান তিনি। একটি খামে দু’টি ৫০০ টাকার নোট দেওয়া হয় নীহারিকাকে। অভিনেত্রীর অভিযোগ, ওই রাতে ভূষণের টেক্সট মেসেজ আসে। তাতে লেখা ছিল, ‘‘তোমাকে আরও গভীর ভাবে জানতে চাই। আমরা কি দেখা করতে পারি?’’ নীহারিকা জবাব দেন, ‘‘অবশ্যই। ডাবল ডেট হোক। আপনি স্ত্রীকে নিয়ে আসুন, আর আমি বয়ফ্রেন্ডকে।’’ তার পরে আর কোনও দিন মেসেজ পাঠাননি ভূষণ।

২০০৯ সালে নওয়াজউদ্দিনের সঙ্গে ‘মিস লাভলি’ ছবিটি করেন নীহারিকা। তিনি খোলাখুলিই জানিয়েছেন, নওয়াজউদ্দিনকে প্রথম থেকেই তাঁর ভাল লেগেছিল। ঘনিষ্ঠতাও হয়। পরে একদিন বাড়িতে প্রাতরাশে নওয়াজউদ্দিনকে ডাকেন তিনি। নীহারিকার অভিযোগ, দরজা খুলতেই নওয়াজউদ্দিন তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন। তিনি নওয়াজকে ঠেলে সরিয়ে দেন, তবে প্রাথমিক ধস্তাধস্তির পর আত্মসমর্পণ করেন। নীহারিকা লিখেছেন, নওয়াজ জানিয়েছিলেন, একজন অভিনেত্রী বা ভারত-সুন্দরীকে স্ত্রী হিসেবে পেতে চান তিনি। পরে নওয়াজের ‘মিথ্যা কথন’ সহ্য করতে না পেরে সম্পর্ক থেকে সরে আসেনি তিনি।

আরও পড়ুন: গুলাবি-নরসিংহের উপস্থিতিতে চলচ্চিত্র উৎসবের মঞ্চও স্মৃতি

নীহারিকার দাবি, নওয়াজ জাতপাতে বিশ্বাসী এবং অবদমিত যৌনাকাঙ্ক্ষার এক ভারতীয় পুরুষ। ২০১২ সালে কান ফিল্মোৎসবে ‘মিস লাভলি’ প্রদর্শনের সময় আবার দেখা হলে যৌন সম্পর্কের জন্য তাঁর কাছে অনুনয়-বিনয় করেন নওয়াজ।

পরিচালক সাজিদ খানের প্রসঙ্গ দিয়ে লেখা শেষ করেছেন নীহারিকা। অভিযোগ করেছেন, একটি রেস্তরাঁ উদ্বোধনের সময় সাজিদ নিজের তৎকালীন বান্ধবী সম্পর্কেও কটু মন্তব্য করেছিলেন আর তাঁর দিকে তাকিয়ে বলেছিলেন, ‘‘এ তো কিছু দিনের মধ্যেই আত্মহত্যা করবে।’’

Niharika singh MeToo Nawazuddin Siddiqui
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy