বছরের প্রথম দিন। প্রিয়জনদের সঙ্গে সেলিব্রেশনে ব্যস্তি তিনি। তবে এর মধ্যেই অনুরাগীদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেখানে তিনি বিশেষ তিনটি জিনিস চেয়েছেন। জানেন তা কী?
না! ঠিক চেয়েছেন এমন নয়। বরং বিশেষ তিনটি জিনিসের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। আর তা হল ‘শান্তি, ভালবাসা এবং হাসি’। সকলে এই তিনটি জিনিস নিয়ে সেলিব্রেট করুক, তিনি যেমন চান। তেমনই নিজের জীবনেও শান্তি, ভালবাসা এবং হাসি আরও বেশি করে নিয়ে আসতে চান।
২০১৮-এ মিমির তিনটি ছবি মুক্তি পেয়েছিল। ‘ভিলেন’, ‘ক্রিসক্রস’ এবং ‘টোটাল দাদাগিরি’। বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’-এ মিমির অভিনয় পছন্দ করেছিলেন বড় অংশের দর্শক। ২০১৯-এ নায়িকার কেরিয়ারে আরও নতুন কোন কোন ছবি যুক্ত হয়, সে দিকেই তাকিয়ে রয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন, বছরের ‘সেরা পরামর্শ’ দিলেন স্বস্তিকা…
Wishing you peace , love and laughter in 2019 ..#HappyNewYear. 😘😘
(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)