Advertisement
২৪ সেপ্টেম্বর ২০২৩
Entertainment News

মন খারাপ, মিস করেছেন বন্ধুদের, তাই দোল ভাল কাটল না মিমির

গত ১২ মার্চ দোলের দিনটা একেবারেই ভাল কাটেনি মিমির। এমনিতে রং খেলতে পছন্দ করেন তিনি। পছন্দ আবিরও। কিন্তু এ বছর সব কিছু থেকে নিজেকে দূরে রেখেছিলেন নায়িকা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ১৫:১৩
Share: Save:

গত ১২ মার্চ দোলের দিনটা একেবারেই ভাল কাটেনি মিমির। এমনিতে রং খেলতে পছন্দ করেন তিনি। পছন্দ আবিরও। কিন্তু এ বছর সব কিছু থেকে নিজেকে দূরে রেখেছিলেন নায়িকা। দোলের বিশেষ ফটোশুট বাদে বিশেষ রং লাগাননি। কারণ? মিমির মন খারাপ।
না! মন খারাপের কারণটা রাজ চক্রবর্তী নন। পরিচালকের সঙ্গে সম্পর্ক আর নেই বলে নিশ্চয়ই খারাপ লাগা রয়েছে। তবে তার থেকেও বেশি মনখারাপ নুসরত ও সায়ন্তিকার জন্য। মিমির খুব ভাল এই দুই বন্ধু এখন বিদেশে ছুটি কাটাচ্ছেন। তাই দোলের দিন তাঁদের মিস করেছেন নায়িকা। বন্ধুদের সঙ্গে রং খেলা, হুল্লোড়— কিছুই আর হয়নি এ বছর।

আরও পড়ুন, শুটিংয়ে গাড়ি দুর্ঘটনায় আহত জিত্, দেখুন ভিডিও

তা হলে কী ভাবে কাটল এ বছরের দোল? মিমির কথায় ‘‘মাকে মটন বিরিয়ানি আর চাঁপ রান্না করতে সাহায্য করলাম। ঘুমোলাম স্ক্রিপ্ট পড়লাম যাকে বলে পারফেক্ট ছুটির দিন। অবশ্য পরিবারে লোকেদের সঙ্গে অল্প রংও খেলেছি।’’ আপাতত পরিচালক অরিন্দম শীলের ‘ধন়ঞ্জয়’ ছবির স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত নায়িকা। সেখানে তাঁর চরিত্রের নাম কাব্য সিন্হা। টুইট করে সে খবর জানিয়েছেন খোদ মিমি।

তা হলে কী ভাবে কাটল এ বছরের দোল? মিমির কথায় ‘‘মাকে মটন বিরিয়ানি আর চাঁপ রান্না করতে সাহায্য করলাম। ঘুমোলাম স্ক্রিপ্ট পড়লাম যাকে বলে পারফেক্ট ছুটির দিন। অবশ্য পরিবারে লোকেদের সঙ্গে অল্প রংও খেলেছি।’’ আপাতত পরিচালক অরিন্দম শীলের ‘ধন়ঞ্জয়’ ছবির স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত নায়িকা। সেখানে তাঁর চরিত্রের নাম কাব্য সিন্হা। টুইট করে সে খবর জানিয়েছেন খোদ মিমি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE