বলিউডে একাধিক নামজাদা শ্বশুর-বৌমা জুটি রয়েছেন। তবে অন্যদের মতো ততটা প্রচারের আলো পাননি মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ মদালসা শর্মা। এই মুহূর্তে মুম্বইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ তিনি। একসময় দক্ষিণী ছবিতে অনেক কাজ করেছেন। কিন্তু তিনিও ‘কাস্টিং কাউচ’-এর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।
আরও পড়ুন:
প্রায় সাত বছর হতে চলল মদালসা ও মিমোর দাম্পত্যের। বিয়ের ওই সময়টায় দক্ষিণী ছবির জগতে পরিচিতি পাচ্ছিলেন মদালসা। যদিও শ্বশুর মিঠুনের পরামর্শ মেনে হিন্দি টেলিভিশনে পা রাখতেই বদলে যায় মদালসার কেরিয়ারের গতিপথ। মদালসা একসময় বড়পর্দায় কাজ করেছেন। কিন্তু তাঁকে যশ-খ্যাতি দিয়েছে ছোটপর্দাই। আর সেটা সম্ভব হয়েছে শ্বশুর মিঠুনের কারণে।
‘অনুপমা’ ধারাবাহিকের প্রস্তাবটা গ্রহণ করতেই বাড়তে থাকে তাঁর জনপ্রিয়তা। তবে দক্ষিণের ইন্ডাস্ট্রি ছাড়ার পিছনের কারণ ছিল হেনস্থা। সম্প্রতি মদালসা জানান, তিনি ‘কাস্টিং কাউচ’-এর শিকার হতে হতে রক্ষা পান। মদলাসার কথায়, ‘‘ওখানে এমন কিছু অভিজ্ঞতা হয় যেটার পর মনে হয়, এই রাস্তায় আমি হাঁটতে পারব না। এটা আমার জন্য নয়। ‘কাস্টিং কাউচ’ সব জায়গায় আছে। তবে খুবই আশাহত হই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। তখন আমার ১৭ বছর বয়স। এমন কিছু প্রস্তাব আসে যা অস্বস্তিতে ফেলে দিয়েছিল। তার পরেই সিদ্ধান্ত নিই, আর এখানে নয়, মুম্বই যেতে হবে।’’