সম্প্রতি কোচবিহারের দিনহাটায় অনুষ্ঠান করতে যান মোনালি ঠাকুর। সেখানে বেশ কিছু ক্ষণ অনুষ্ঠান করেন। অসুস্থ শরীর নিয়েই অনুষ্ঠান করতে গিয়েছিলেন মোনালি। গলা বসা ছিল, তবু গান থামাননি। আয়োজকদের কথা দিয়েছিলেন বলেই এই অবস্থায় গাইতে যান। কিন্তু মঞ্চে গান গাইতে গাইতে আচমকা মেজাজ হারালেন গায়িকা। দিলেন জোর ধমক।
আরও পড়ুন:
স্টেজ শোয়ে গায়ক-গায়িকারা দর্শকের অনেকটা কাছাকাছি চলে যেতে পারেন। এর সুবিধা যেমন আছে, তেমনই এ নিয়ে মাঝে মধ্যে বিড়ম্বনাতেও পড়তে হয় তাঁদের। দিনহাটার অনুষ্ঠানে দর্শকরা শুধুমাত্র বাংলা গানের জন্যই অনুরোধ করছিলেন। মোনালি অবশ্য হুঁশিয়ার করে দিয়েছিলেন, অনুষ্ঠানমঞ্চে যেন কোনও রকম বিতর্ক না হয়। কিন্তু গান গাওয়ার সময় আচমকাই মঞ্চে গায়িকার প্রায় মুখের উপর কাগজ এসে পড়ে। তাতেই রেগে যান মোনালি। বলেন, ‘‘আমি এখানে গাইছি আর আপনারা মুখের উপর ছুড়ছেন এ সব। আপনাদের কি মাথাটা গিয়েছে! আর একদম এ রকম করবেন না।’’ খানিকটা ধমক দিয়ে ফের অবশ্য গান শুরু করেন। কিন্তু সে দিনের অনুষ্ঠান শেষ করতে পারেননি মোনালি। গাইতে গাইতে অসুস্থ বোধ করায় মাঝপথেই শো থামিয়ে দিতে হয় তাঁকে।