২৬ জানুয়ারি দিনটি সত্যিই ‘স্বতন্ত্র’ হয়ে রইল মৌনী রায়ের কাছে। বন্ধু, পরিবার নিয়ে এ দিন গোয়ায় গায়ে-হলুদ কন্যের। সাজ-পোশাক থেকে উদযাপন--- সবেতেই যেন সেই স্বাতন্ত্রের ছোঁয়া। সবাই সাধারণত এ দিন হলুদরঙা পোশাক বেছে নেন। কনের গায়ে থাকে হলুদ ফুল দিয়ে গাঁথা গয়না। আলাদা করে সাজানো হয় গায়ে-হলুদের জায়গা। মৌনী-সুরজ নাম্বিয়ার এ দিন উজ্জ্বল দুধ সাদা পোশাকে। সুরজ বেছে নিয়েছিলেন সাদা কুর্তা-পাজামা। মৌনী আকর্ষণীয় কাঁধ খোলা সাদা গাউনে। সঙ্গে সাদা দোপাট্টা। মাথায় সাদা ফুল দিয়ে গাঁথা টিকলি। কানে, গলায়, হাতে একই রকমের অলঙ্কার।