জনপ্রিয় ‘নাগিন’ সিরিয়ালের অন্যতম মুখ্যচরিত্রে রয়েছেন এই বঙ্গ তনয়া। ব্যস্ত সিডিউলের মধ্যে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলেন। আর তাই চললেন ছুটি কাটাতে। মৌনি আর তাঁর বন্ধুদের মোস্ট ফ্যাব সামার হলিডে ডেস্টিনেশন গোয়া ছাড়া আর কি হতে পারে? আর তাই এনজয়, পার্টি, মস্তি, আর ইনস্টাগ্রামের ছবি, সব মিলিয়ে এই গরমেও জমে ক্ষীর।