বলিউডে এখনও চলছে করোনার দাপট। তা বলে বিয়ের গন্ধ উড়ে যাবে নাকি! রাজকুমার রাও-পত্রলেখা, ভিকি কৌশল-ক্যাটরিনা কইফের পরে এ বার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মৌনী রায়। গত বছরই খবর এসেছিল, প্রেমিক সূর্য নাম্বিয়ারের সঙ্গে সাত পাক ঘুরবেন বলিপাড়ার বাঙালি অভিনেত্রী। শোনা যাচ্ছে, এ বার তারই প্রস্তুতি তুঙ্গে!
‘নাগিন’-এর নায়িকা নিজে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি। তবে কোচবিহারের মেয়ের পরিবারের তরফে আগেই এই খবরে সিলমোহর পড়ে গিয়েছিল। গত ডিসেম্বরেই অভিনেত্রীর ছবি এবং ভিডিয়ো দেখে সন্দেহ করা হয়েছিল, গোয়ায় ‘ব্যাচেলরেট পার্টি’-তে আনন্দে মজেছেন তিনি। এ বার শোনা যাচ্ছে, সেই গোয়ার সমুদ্রসৈকতেই বিয়েও সারবেন টেলি-নায়িকা।