Advertisement
E-Paper

পাইরেসির কবলে অক্ষয়ের ‘টয়লেট এক প্রেম কথা’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৭ ১৯:৩৬
‘টয়লেট: এক প্রেম কথা’ ছবির একটি দৃশ্য। ছবি: ভায়াকম এইটটিন মোশন পিকচার্সের ইউটিউব পেজের সৌজন্যে।

‘টয়লেট: এক প্রেম কথা’ ছবির একটি দৃশ্য। ছবি: ভায়াকম এইটটিন মোশন পিকচার্সের ইউটিউব পেজের সৌজন্যে।

অনলাইন পাইরেসির শিকার অক্ষয় কুমারের পরবর্তী ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’। মুক্তির আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে গেল ছবিটি। যা নিয়ে প্রবল বিরক্ত অক্ষয় টুইট করে পাইরেসির বিরোধিতা করার জন্য অনুরাগীদের কাছে আবেদন জানিয়েছেন। আগামী ১১ অগস্ট ছবিটির মুক্তির দিন ঠিক হয়েছে।

আরও পড়ুন, অক্ষয়ের ‘টয়লেট এক প্রেম কথা’য় ‘টোকা’র অভিযোগে মামলা

গত শুক্রবার বিষয়টি প্রথম নজরে আনেন কোরিওগ্রাফার রেমো ডিসুজা। তার পরই এটা নিয়ে হইচই শুরু হয় সিনে দুনিয়ায়। অক্ষয় টুইট করেন ‘পাইরেসির বিরুদ্ধে লড়াইটা কঠিন। ক্রাইম ব্রাঞ্চ আশ্বাস দিয়েছে টয়লেটএক প্রেম কথা সংক্রান্ত যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবে। আমি আমার সকল বন্ধু সহকর্মী ভক্ত ও দর্শকদের অনুরোধ করছি দয়া করে পাইরেটেড কপি দেখবেন না। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।’ দিন কয়েক আগেই ‘টয়লেট এক প্রেম কথা’র বিরুদ্ধে চিত্রনাট্য টোকার অভিযোগ উঠেছিল। সে বিষয়ে আদালতে মামলাও দায়ের হয়। এ বার পাইরেসির কবলে পড়ল ছবিটি। ফলে মুক্তির আগেই জোড়া ধাক্কায় কিছুটা বেসামাল অক্ষয়ের ছবি।

দিন কয়েক আগেই ‘টয়লেট এক প্রেম কথা’র বিরুদ্ধে চিত্রনাট্য টোকার অভিযোগ উঠেছিল। সে বিষয়ে আদালতে মামলাও দায়ের হয়। এ বার পাইরেসির কবলে পড়ল ছবিটি। ফলে মুক্তির আগেই জোড়া ধাক্কায় কিছুটা বেসামাল অক্ষয়ের ছবি।

গত শুক্রবার বিষয়টি প্রথম নজরে আনেন কোরিওগ্রাফার রেমো ডিসুজা। তার পরই এটা নিয়ে হইচই শুরু হয় সিনে দুনিয়ায়। অক্ষয় টুইট করেন ‘পাইরেসির বিরুদ্ধে লড়াইটা কঠিন। ক্রাইম ব্রাঞ্চ আশ্বাস দিয়েছে টয়লেটএক প্রেম কথা সংক্রান্ত যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবে। আমি আমার সকল বন্ধু সহকর্মী ভক্ত ও দর্শকদের অনুরোধ করছি দয়া করে পাইরেটেড কপি দেখবেন না। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।’

Akshay Kumar Bhumi Pednekar Toilet Ek Prem Katha অক্ষয় কুমার Celebrities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy