Advertisement
E-Paper

মুভি ট্রেলার: প্রকাশ্যে বরুণ ধবনের ‘জুড়ুয়া টু’-এর ট্রেলার

নায়ক নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করেছেন। বলেছেন, বিশ্ব জুড়ে ‘ব্রাদারহুড’কে সেলিব্রেট করাই এই ছবির লক্ষ্য।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৭ ১৭:৩৯
‘জুড়ুয়া টু’-এর পোস্টার। ছবি: বরুণ ধবনের টুইটার পেজের সৌজন্যে।

‘জুড়ুয়া টু’-এর পোস্টার। ছবি: বরুণ ধবনের টুইটার পেজের সৌজন্যে।

বাবা ডেভিড ধবনের জন্মদিন ছিল গত ১৭ অগস্ট। সে দিনই সলমনের ‘জুড়ুয়া’র সিক্যুয়েল ‘জুড়ুয়া টু’-এর ফার্স্ট লুক শেয়ার করেছিলেন ছেলে বরুণ ধবন। আর এ বার প্রকাশ্যে এল সেই ছবির ট্রেলার।

নায়ক নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করেছেন। বলেছেন, বিশ্ব জুড়ে ‘ব্রাদারহুড’কে সেলিব্রেট করাই এই ছবির লক্ষ্য।

(_)

(_)

আরও পড়ুন, বলিউডের নতুন ‘ফ্যাশনিস্তা’ সানি লিওন

আরও পড়ুন, ‘পদ্মাবতী’তে সলমনের সঙ্গে কাজ করতে রাজি ছিলেন ঐশ্বর্যা!

১৯৯৭-এ যমজ ভাইয়ের গল্প নিয়ে তৈরি ‘জুড়ুয়া’ দিয়ে বলিউড কাঁপিয়েছিলেন ডেভিড ধবন। ‘জুড়ুয়া’ ছবিতে ছিলেন সলমন খান, করিশ্মা কপূর এবং রম্ভা। প্রায় ২০ বছর পরে ফের বড় পরদায় করিশ্মা-সলমন-রম্ভার জাদু ফিরিয়ে আনছেন পরিচালক ‘জুড়ুয়া টু’তে। তবে বদলে গিয়েছে অভিনেতা। ‘জুড়ুয়া টু’তে সলমনের জুতোয় পা গলিয়েছেন বরুণ নিজেই। প্রেম ও রাজার চরিত্রে অভিনয় করবেন ডেভিড-পুত্র। করিশ্মা আর রম্ভার জায়গায় দেখা যাবে তাপসী পান্নু এবং জ্যাকলিন ফার্নান্ডেজকে।

ছবি মুক্তি সেপ্টেম্বরে।

Judwaa 2 Movie Trailer Varun Dhawan Devid Dhawan Jacqueline Fernandez Taapsee Pannu Anupam Kher জুড়ুয়া টু বরুণ ধবন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy