Advertisement
E-Paper

জন্মদিনের পার্টি, নুসরতের জাহানে এখন মাছ, মিষ্টি অ্যান্ড মোর....

নিখিল ছিলেন না। যশ ছিলেন।কিন্তু সেটা কি এখন ‘খবর’? না। নুসরত বললেন, ‘‘সদ্য রাজস্থান থেকে ফিরেছি। ওই ছুটির মোহেই এখনও আচ্ছন্ন আছি।’’

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ২০:১৮
নিজের জন্মদিনের পার্টিতে নুসরত জাহান।

নিজের জন্মদিনের পার্টিতে নুসরত জাহান।

শুক্রবার, ৮ জানুয়ারি তাঁর জন্মদিন। টলিউডের নায়ক যশ দাশগুপ্তের সঙ্গে রাজস্থানে ছুটি কাটিয়ে শহরে ফিরে তিনি এখন খবরের শিরোনামে। তিনি সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান।

কেমন কাটল তাঁর জন্মদিন? ৭ জানুয়ারি রাতেই নিকটজন আর বন্ধুদের সঙ্গে কেক কেটে পার্টি করেছেন নায়িকা। কিন্তু অন্যান্য বারের মতো সোশ্যাল মিডিয়ায় সেই পার্টির ছবি নেই!ফলে তা নিয়ে চর্চাও নেই। সম্ভবত ইদানীং ছবি-টবি শেয়ার করা থেকে খানিক দূরেই থাকছেন নুসরত। তবে নুসরতের স্বামী নিখিল পার্টিতে উপস্থিত ছিলেন না। আনন্দবাজার ডিজিটাল নিখিলকে ফোন করেছিল শুক্রবার। নিখিল ফোন কেটে দিয়েছেন।

নিখিল ছিলেন না। যশ ছিলেন। নুসরতের জন্মদিনের রাত-পার্টিতে উপস্থিত ছিলেন যশ দাশগুপ্ত। কিন্তু সেটা কি এখন আর ‘খবর’? সম্ভবত না।

নীল শর্ট স্কার্ট। গাঢ় নীল জ্যাকেট। খোলা চুল...। জন্মদিনের পার্টিতে এই পোশাকেই এসেছিলেন নুসরত। কিন্তু তাঁর জন্মদিনে যে প্রশ্নটা সকলের মুখে মুখে ফিরছে, তা হল— স্বামী নিখিলকে কি একেবারেই জীবন থেকে সরিয়ে দিলেন নুসরত? আনন্দবাজার ডিজিটাল জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করেছিল নুসরতকে। যিনি শুভেচ্ছা গ্রহণ করে বললেন, ‘‘সদ্য রাজস্থান থেকে ফিরেছি। ওই ছুটির মোহেই এখনও আচ্ছন্ন হয়ে আছি। জন্মদিন সত্যিই আনন্দের দিন। কিন্তু এ বার প্যানডেমিকে জন্মদিনটা পরিবার, বন্ধু আর বসিরহাটের পার্টি ওয়ার্কারদের সঙ্গে কাটালাম।’’

আরও পড়ুন : ভাই শাহরুখকে রাখি পরানোর আমন্ত্রণ জানিয়ে দিলেন দিদি মমতা

জন্মদিনে বাড়িতেই বাবা-মায়ের সঙ্গে দুপুরে খাওয়াটা সেরেছেন অভিনেত্রী। নুসরতের বরাবরের পছন্দ মাছ আর মিষ্টি। নুসরতের জাহানে (দুনিয়ায়) এখন মাছ, মিষ্টির সঙ্গেই রয়েছে আরও অনেক কিছু। তবে জন্মদিনে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে চাননি নায়িকা। উল্টে বললেন, ‘‘নতুন বছরে আমি আনন্দে থাকতে চাই। আমার ব্যক্তিগত জীবন কিন্তু পাবলিকের খাদ্য নয়। এটা সকলকে মনে রাখতে হবে। আমি চাই সকলে ছবিতে অভিনেত্রী হিসেবে আমার কাজ আর সাংসদ হিসেবে আমায় বিচার করুন।’’

যশের সঙ্গে প্রেম নিয়ে সরাসরি কথা বলতে চাননি নুসরত। যদিও ইদানীং তিনি আর নিখিলের সঙ্গে থাকছেন না। তা হলে আপাতত থাকছেন কোথায় নুসরত? সূত্রের খবর, আপাতত বালিগঞ্জে বাবা-মায়ের কাছেই থাকছেন তিনি। বাধ্য হয়েছেন শ্বশুরবাড়ি ছাড়তে। নুসরত-নিখিলের দাম্পত্যে নাকি ‘রাজনীতি’ বাধা হয়ে দাঁড়িয়েছে! তৃণমূলের সাংসদ তিনি। দাম্পত্যে চিড় ধরার পিছনে নাকি সেটাও কারণ হয়ে দাঁড়িয়েছিল। যদিও নুসরত নিজে ওই বিষয়ে মুখ খুলতে একেবারেই নারাজ। তাঁর কথায়, ‘‘আমার ব্যক্তিগত জীবন সত্যিই জনতার কাছে খোলামেলা ভাবে বলতে আপত্তি আছে আমার। আমি কোনও মন্তব্য করতে চাই না।’’

আরও পড়ুন : তারকার আলোকবৃত্ত থেকে দূরে কাটে শৈশব, স্কুল থেকেই বহিষ্কৃত হওয়ার অবস্থা হয়েছিল সারা আলি খানের

টলিপাড়ার কিছু দুষ্টু লোকে অবশ্য বলছে, নুসরত এখন নিরামিষ ছেড়ে আবার মাছ খেতে পারবেন। ‘রঙ্গোলি’ (নিখিলের সংস্থা)-কে তাদের পণ্যের বিপণনের জন্য নতুন মডেল খুঁজতে হবে। আর জৈন পরিবার পিতা-পুত্রের পুনর্মিলন হবে।

Nusrat Jahan Yash Dasgupta Tollywood Couple
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy