বাংলাদেশে ইদে মুক্তি পাওয়া তিনটি ছবির মধ্যে বক্স অফিস রিপোর্টে এগিয়ে শাকিব খানের ‘নবাব’। একই সঙ্গে মুক্তিপ্রাপ্ত তাঁর আরেকটি ছবি ‘রাজনীতি’ও দারুণভাবে সফল। প্রথম দু’দিন জিৎ-শুভশ্রীর ‘বস টু’ বাংলাদেশের বাজার ধরতে পারলেও, তৃতীয় দিনেই মুখ থুবড়ে পড়েছে।
তবে কি ‘বস টু’-কে টেক্কা দিল ‘নবাব’?
অন্তত হিসেব কিন্তু তাই বলছে। হল মালিকদের দাবি, শাকিবের ‘নবাব’ দেখতে তিনগুণ টাকা দিয়ে টিকিট কিনতেও রাজি দর্শকরা। কিন্তু ‘বস টু’ নিয়ে মাতামাতি প্রথম দু’দিনেই শেষ। গত বছর শাকিবের ইদ-স্পেশাল রিলিজ ‘শিকারি’কেও নাকি টেক্কা দিচ্ছে ‘নবাব’। তবে ‘বস টু’ দেখতে নাকি মহিলাদের ভিড় চোখে পড়ার মতো।