ক্যানসার থাবা বসিয়েছে শরীরে। গত নভেম্বরে নিজেই এ খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন নাফিসা আলি। সে সময় থেকেই চিকিত্সা শুরু হয়েছে তাঁর। আর কেমোথেরাপির পর বদলে গিয়েছে চেহারা। মাথায় এখনআর কোনও চুল নেই নাফিসার। তবে সেই চেহারা নিয়েও কনফিডেন্ট অভিনেত্রী। হাসিমুখে সে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
নিজের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় নাফিসা লিখেছেন, ‘১০ জানুয়ারি আমার তৃতীয় কেমোথেরাপি করলাম। আবার যুদ্ধ শুরু হবে। প্রার্থনা করছি যাতে দ্রুত সুস্থ হয়ে যাই। গোটা পৃথিবী থেকে এত মানুষ আমাকে শুভেচ্ছা জানিয়েছন, তা পড়ে আমি অভিভূত। আমাকে আরও আশা দিন, সাহস দিন আপনারা।’
নাফিসার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই প্রার্থনা শুরু করেছিলেন তাঁর অনুরাগীরা। ‘জুনুন’, ‘মেজর সাহাব, ‘বেওয়াফা’, ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার থ্রি’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘লাইফ… ইন আ মেট্রো’র মতো ছবিতে অভিনয় করেছেন নাফিসা। তাঁর দুই মেয়ে আরমানা, পিয়া এবং এক ছেলে অজিত রয়েছে।