Advertisement
E-Paper

মধুচন্দ্রিমা নয়, টানা আট ঘণ্টা বিয়ের পর কোথায় যেতে হবে নাগা-শোভিতাকে?

প্রথমে শোনা যাচ্ছিল রাজস্থানের কোনও প্রাসাদে বসবে নাগা ও শোভিতার বিয়ের আসর। তবে এত আতিশয্যের মধ্যে যাচ্ছেন না তারকা জুটি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৪:৫২
Naga Chaitanya and Sobhita Dhulipala to offer prayer at Tirupati temple just after their wedding rituals

বিয়ের পরেই কোথায় যাবেন নাগা-শোভিতা? ছবি: সংগৃহীত।

আর মাত্র কিছু ক্ষণের অপেক্ষা। জীবনের নতুন অধ্যায় শুরু করছেন নাগা চৈতন্য অক্কিনেনি ও শোভিতা ধুলিপালা। বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বিয়ের লগ্ন। বিয়ে হবে শোভিতার পরিবারের রীতি মেনে, তেলুগু বিবাহপ্রথায়। প্রায় ৮ ঘণ্টা ধরে চলবে তাঁদের বিয়ে। তার পরেও রয়েছে বিশেষ রীতি।

নাগা-শোভিতার এক ঘনিষ্ঠ সূত্রের তরফে জানা যাচ্ছে, বিয়ের পরেই মন্দিরে পুজো দিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। তিরুপতি মন্দির অথবা শ্রীসাইলম মন্দিরে গিয়ে নাকি পুজো দেবেন তাঁরা। সেই সূত্রের কথায়, “রীতি অনুযায়ীই ওঁরা বিয়ের পরে প্রথমেই মন্দিরে গিয়ে পুজো দেবেন। ঈশ্বরের আশিস নিয়েই জীবনের নতুন সফর শুরু করবেন। নাগা ও শোভিতা সম্ভবত তিরুপতি বালাজি মন্দির অথবা শ্রীসাইলম মন্দিরে পুজো দিতে যাবেন।”

প্রথমে শোনা যাচ্ছিল রাজস্থানের কোনও প্রাসাদে বসবে নাগা ও শোভিতার বিয়ের আসর। তবে এত আতিশয্যের মধ্যে যাচ্ছেন না তারকা জুটি। বরং পরিবারের বয়স্ক সদস্যদের কথা মাথায় রেখেই নিজস্ব অন্নপূর্ণা স্টুডিয়োয় বসবে নাগা-শোভিতার বিবাহ আসর। শোনা যাচ্ছে দক্ষিণী চলচ্চিত্র তারকারা বিয়েতে নিমন্ত্রিত।

ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, অতিথি হিসাবে দেখা যেতে পারে চিরঞ্জীবী, নয়নতারা, রানা দুগ্গাবতী ও তাঁদের পরিবারকে। দেখা যেতে পারে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ও তাঁর পরিবারকেও। আক্কিনেনি পরিবারের অন্য তারকা সদস্যরা তো থাকছেনই। এ ছাড়াও উপস্থিত থাকতে পারেন, রামচরণ-উপাসনা, মহেশবাবু-নম্রতা শিরোদকরও। থাকতে পারেন এসএস রাজামৌলি এবং প্রভাস।

অগস্ট মাসে তারকা জুটি সেরেছিলেন বাগ্‌দান পর্ব। সে খবর প্রকাশ্যে এনেছিলেন নাগার বাবা নাগার্জুন অক্কিনেনি।

Naga Chaitanya Sobhita Dhulipala
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy