Advertisement
০২ ডিসেম্বর ২০২২
nana patekar

একসঙ্গে পাড়ি পুত্রশোক-সহ অন্য প্রতিকূলতা, বিচ্ছেদের পরেও স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক নানা পটেকরের

বিয়ের পর পরই মানসিক শোকের মুখোমুখি হন নানা পটেকর। নীলকান্তিকে বিয়ে করার ১ বছর পরে মারা যান নানা-র বাবা। সেই ঘটনার আড়াই বছর পরে পটেকর দম্পতি হারান তাঁদের প্রথম সন্তানকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ১৫:২২
Share: Save:
০১ ১৮
মনীষা কৈরালা, আয়েষা জুলকার মত নায়িকাদের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন বলিউডের অন্দরমহলে শোনা গিয়েছে বহু বার। তবে নানা পটেকরের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। আড়ালেই থেকে গিয়েছেন তাঁর স্ত্রী, নীলকান্তি। সন্তানের মৃত্যুশোক-সহ বহু ঝড়ঝঞ্ঝায় তিনি স্বামীর পাশে ছিলেন। কিন্তু তার পরেও তাঁদের দাম্পত্যে এসেছে বিচ্ছেদের সুর।

মনীষা কৈরালা, আয়েষা জুলকার মত নায়িকাদের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন বলিউডের অন্দরমহলে শোনা গিয়েছে বহু বার। তবে নানা পটেকরের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। আড়ালেই থেকে গিয়েছেন তাঁর স্ত্রী, নীলকান্তি। সন্তানের মৃত্যুশোক-সহ বহু ঝড়ঝঞ্ঝায় তিনি স্বামীর পাশে ছিলেন। কিন্তু তার পরেও তাঁদের দাম্পত্যে এসেছে বিচ্ছেদের সুর।

০২ ১৮
নানা ভেবেছিলেন বিয়ে করবেন না। সারা জীবন কাটিয়ে দেবেন থিয়েটারে অভিনয় করেই। মঞ্চে অভিনয়ের সূত্রেই তাঁর সঙ্গে আলাপ হয় নীলকান্তির। পুণে বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক নীলকান্তি চাকরি করতেন ব্যাঙ্কে। পাশাপাশি শখ ছিল অভিনয়ের।

নানা ভেবেছিলেন বিয়ে করবেন না। সারা জীবন কাটিয়ে দেবেন থিয়েটারে অভিনয় করেই। মঞ্চে অভিনয়ের সূত্রেই তাঁর সঙ্গে আলাপ হয় নীলকান্তির। পুণে বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক নীলকান্তি চাকরি করতেন ব্যাঙ্কে। পাশাপাশি শখ ছিল অভিনয়ের।

০৩ ১৮
১৯৭৮ সালে বিয়ে করেন নানা এবং নীলকান্তি। পরে এক সাক্ষাৎকারে নানা জানিয়েছিলেন তাঁদের বিয়েতে খরচ হয়েছিল মাত্র ৭৫০ টাকা।

১৯৭৮ সালে বিয়ে করেন নানা এবং নীলকান্তি। পরে এক সাক্ষাৎকারে নানা জানিয়েছিলেন তাঁদের বিয়েতে খরচ হয়েছিল মাত্র ৭৫০ টাকা।

০৪ ১৮
নীলকান্তিও ছিলেন দক্ষ অভিনেত্রী। ১৯৭৩ সালে তিনি মহারাষ্ট্র রাজ্য নাটক প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক পেয়েছিলেন। জীবনে একটি মাত্র ছবিতেই অভিনয় করেছিলেন তিনি। সচিন পিলগাঁওকরের পরিচালনায় সেই মরাঠি ছবি ‘আত্মবিশ্বাস’ মুক্তি পেয়েছিল ১৯৮৯ সালে।

নীলকান্তিও ছিলেন দক্ষ অভিনেত্রী। ১৯৭৩ সালে তিনি মহারাষ্ট্র রাজ্য নাটক প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক পেয়েছিলেন। জীবনে একটি মাত্র ছবিতেই অভিনয় করেছিলেন তিনি। সচিন পিলগাঁওকরের পরিচালনায় সেই মরাঠি ছবি ‘আত্মবিশ্বাস’ মুক্তি পেয়েছিল ১৯৮৯ সালে।

০৫ ১৮
দীর্ঘ বিরতির পরে ২০১৬ সালে নীলকান্তি আবার ফিরে এসেছিলেন অভিনয়ে। কাজ করেছিলেন মরাঠি টিভি সিরিয়াল ‘গোঠ’-এ। সে বছর একটি মরাঠি ছবি ‘বর্নী’-তেও অভিনয় করেন নীলকান্তি।

দীর্ঘ বিরতির পরে ২০১৬ সালে নীলকান্তি আবার ফিরে এসেছিলেন অভিনয়ে। কাজ করেছিলেন মরাঠি টিভি সিরিয়াল ‘গোঠ’-এ। সে বছর একটি মরাঠি ছবি ‘বর্নী’-তেও অভিনয় করেন নীলকান্তি।

০৬ ১৮
বিয়ের পর পরই মানসিক শোকের মুখোমুখি হন নানা পটেকর। নীলকান্তিকে বিয়ে করার ১ বছর পরে মারা যান নানা-র বাবা। সেই ঘটনার আড়াই বছর পরে পটেকর দম্পতি হারান তাঁদের প্রথম সন্তানকে।

বিয়ের পর পরই মানসিক শোকের মুখোমুখি হন নানা পটেকর। নীলকান্তিকে বিয়ে করার ১ বছর পরে মারা যান নানা-র বাবা। সেই ঘটনার আড়াই বছর পরে পটেকর দম্পতি হারান তাঁদের প্রথম সন্তানকে।

০৭ ১৮
নানা এবং নীলকান্তির বড় ছেলের জন্মগত কিছু শারীরিক সমস্যা ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই সমস্যা ঠিক করা যায়নি। শৈশবেই মৃত্যু হয় তাঁর। শিশুপুত্রকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন নানা এবং তাঁর স্ত্রী।

নানা এবং নীলকান্তির বড় ছেলের জন্মগত কিছু শারীরিক সমস্যা ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই সমস্যা ঠিক করা যায়নি। শৈশবেই মৃত্যু হয় তাঁর। শিশুপুত্রকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন নানা এবং তাঁর স্ত্রী।

০৮ ১৮
বড় ছেলের মৃত্যুর পরে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছিলেন নানা। স্বাভাবিক অবস্থায় ফিরেছিলেন দ্বিতীয় সন্তান মল্লার জন্মানোর পরে।

বড় ছেলের মৃত্যুর পরে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছিলেন নানা। স্বাভাবিক অবস্থায় ফিরেছিলেন দ্বিতীয় সন্তান মল্লার জন্মানোর পরে।

০৯ ১৮
মল্লার পটেকরের বলিউডে পা রাখার কথা ছিল। প্রকাশ ঝা তাঁকে লঞ্চ করবেন, এ রকমই কথা হয়েছিল। কিন্তু শেষ অবধি নানা-র সঙ্গে প্রকাশের মনোমালিন্যের জেরে সেই সম্ভাবনা ভেস্তে যায়।

মল্লার পটেকরের বলিউডে পা রাখার কথা ছিল। প্রকাশ ঝা তাঁকে লঞ্চ করবেন, এ রকমই কথা হয়েছিল। কিন্তু শেষ অবধি নানা-র সঙ্গে প্রকাশের মনোমালিন্যের জেরে সেই সম্ভাবনা ভেস্তে যায়।

১০ ১৮
নানার কথায় প্রকাশ ঝায়ের ছবিতে কাজ করার সিদ্ধান্ত থেকে সরে আসেন মল্লার। শেষ অবধি বলিউডে তাঁর অভিষেক হয় সহকারী পরিচালক হিসেবে।

নানার কথায় প্রকাশ ঝায়ের ছবিতে কাজ করার সিদ্ধান্ত থেকে সরে আসেন মল্লার। শেষ অবধি বলিউডে তাঁর অভিষেক হয় সহকারী পরিচালক হিসেবে।

১১ ১৮
পরিচালক রামগোপাল বর্মার ইউনিটে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন মল্লার পটেকর।

পরিচালক রামগোপাল বর্মার ইউনিটে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন মল্লার পটেকর।

১২ ১৮
যে জীবনসঙ্গিনীর সঙ্গে জীবনের এত বড় প্রতিকূলতার পর্ব পাড়ি দিয়েছেন, সেই নীলকান্তির সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায় নানা পটেকরের।

যে জীবনসঙ্গিনীর সঙ্গে জীবনের এত বড় প্রতিকূলতার পর্ব পাড়ি দিয়েছেন, সেই নীলকান্তির সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায় নানা পটেকরের।

১৩ ১৮
বিচ্ছেদের কারণ নিয়ে কোনওদিন মুখ খোলেননি নানা বা নীলকান্তি। তবে শোনা যায়, মনীষা কৈরালার সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি তিনি।

বিচ্ছেদের কারণ নিয়ে কোনওদিন মুখ খোলেননি নানা বা নীলকান্তি। তবে শোনা যায়, মনীষা কৈরালার সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি তিনি।

১৪ ১৮
‘অগ্নিসাক্ষী’ থেকে নানা-মনীষার প্রেমপর্ব শুরু। মনীষার সঙ্গে তাঁর প্রেম কোনওদিন লুকিয়ে রাখেনি নানা পটেকর। তবে তাঁদের সম্পর্ক নিয়ে মনীষা কোনওদিন মুখ খোলেননি।

‘অগ্নিসাক্ষী’ থেকে নানা-মনীষার প্রেমপর্ব শুরু। মনীষার সঙ্গে তাঁর প্রেম কোনওদিন লুকিয়ে রাখেনি নানা পটেকর। তবে তাঁদের সম্পর্ক নিয়ে মনীষা কোনওদিন মুখ খোলেননি।

১৫ ১৮
তবে নানা-মনীষা প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। এর পর আয়েষা জুলকার সঙ্গেও নানার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। দু’জনে লিভ ইন-ও করতেন। কিন্তু সেই প্রেমও ভেঙে যায়।

তবে নানা-মনীষা প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। এর পর আয়েষা জুলকার সঙ্গেও নানার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। দু’জনে লিভ ইন-ও করতেন। কিন্তু সেই প্রেমও ভেঙে যায়।

১৬ ১৮
নীলকান্তিকে ডিভোর্স করেননি নানা। তবে দীর্ঘ দিন তাঁরা আলাদা থাকেন। নানা পটেকর সম্বন্ধে কোনওদিন বিরূপ মন্তব্য করেননি নীলকান্তি। তাঁদের মধ্যে সম্পর্ক এখনও সৌহার্দ্যমূলক।

নীলকান্তিকে ডিভোর্স করেননি নানা। তবে দীর্ঘ দিন তাঁরা আলাদা থাকেন। নানা পটেকর সম্বন্ধে কোনওদিন বিরূপ মন্তব্য করেননি নীলকান্তি। তাঁদের মধ্যে সম্পর্ক এখনও সৌহার্দ্যমূলক।

১৭ ১৮
প্রচারবিমুখ নীলকান্তি কোনওদিন ‘নানা পটেকরের স্ত্রী’ পরিচয়ে আটকে থাকতে চাননি। সম্প্রতি মরাঠি ভাষায় বেশ কিছু স্বল্পদৈর্ঘ্যের ছবিতেও প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি।

প্রচারবিমুখ নীলকান্তি কোনওদিন ‘নানা পটেকরের স্ত্রী’ পরিচয়ে আটকে থাকতে চাননি। সম্প্রতি মরাঠি ভাষায় বেশ কিছু স্বল্পদৈর্ঘ্যের ছবিতেও প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি।

১৮ ১৮
অভিনয়ের বাইরে আরও একটি পরিচয় আছে নীলকান্তির। তিনি একজন প্রখ্যাত ভাস্কর। বিদেশের বহু প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি।

অভিনয়ের বাইরে আরও একটি পরিচয় আছে নীলকান্তির। তিনি একজন প্রখ্যাত ভাস্কর। বিদেশের বহু প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.