Advertisement
E-Paper

সেরা অভিনেতা ফেরদৌস, সেরা অভিনেত্রী মৌসুমী ও মিম

ঢাকাই চলচ্চিত্রের (২০১৪ সালের) সেরা তারকাদের নাম যাচাই-বাছাইয়ের পর সরকারের তরফে পুরস্কারের ঘোষণা হল আজ। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ’-নামে পরিচিত এ সম্মাননা বাংলাদেশের চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার। ২০১৪ সালে অভিনয়ে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন ফেরদৌস (এক কাপ চা) এবং সেরা অভিনেত্রী যৌথভাবে মৌসুমি (তারকাঁটা) ও মিম (জোনাকীর আলো)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৪৮

ঢাকাই চলচ্চিত্রের (২০১৪ সালের) সেরা তারকাদের নাম যাচাই-বাছাইয়ের পর সরকারের তরফে পুরস্কারের ঘোষণা হল আজ। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ’-নামে পরিচিত এ সম্মাননা বাংলাদেশের চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার। ২০১৪ সালে অভিনয়ে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন ফেরদৌস (এক কাপ চা) এবং সেরা অভিনেত্রী যৌথভাবে মৌসুমি (তারকাঁটা) ও মিম (জোনাকীর আলো)।

২০১৪ সালে সেরা ছবি নির্বাচিত হয়েছে মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’। একই ছবির জন্য সেরা কাহিনীকার ও সংলাপ রচয়িতা হিসেবেও দুটি বিভাগে পুরস্কার পেয়েছেন মুরাদ পারভেজ।

এবারের আসরে ‘মেঘমল্লার’ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুর রহিম অঞ্জন। ‘দেশা দ্য লিডার’ ছবির গানের জন্য সেরা গায়ক জেমস। যৌথভাবে সেরা গায়িকা নির্বাচিত হয়েছেন রুনা লায়লা (প্রিয়া তুমি সুখী হও) ও মমতাজ (নেকাব্বরের মহাপ্রয়াণ)। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবির জন্য সেরা সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও রূপসজ্জা শিল্পী নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাইম রানা, মাসুদ পথিক, বেলাল খান ও আবদুর রহমান।

সেরা গায়ক ছাড়াও ‘দেশা দ্য লিডার’ ছবির জন্য এ বছর সেরা খল চরিত্রে নির্বাচিত হয়েছেন তারিক আনাম খান। একই ছবির জন্য সেরা চিত্রনাট্যকার সৈকত নাসির ও সেরা সম্পাদক হয়েছেন তৌহিদ হোসেন চৌধুরী। বাংলাদেশি চলচ্চিত্রের খল চরিত্রের জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিত মিশা সওদাগর এবার পেয়েছেন সেরা কৌতুক অভিনেতার পুরস্কার। সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন মিশা। সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে ‘তারকাঁটা’ ছবির জন্য এজাজুল ইসলাম ও ‘৭১ এর মা জননী’ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন চিত্রলেখা গুহ।

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’-এর এবারের আসরে মোট ২৬টি বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরস্কার পাওয়া অন্যদের মধ্যে আছেন সেরা চিত্রগ্রাহক মোহাম্মদ হোসেন জেমী, সেরা শিশুশিল্পী আবির হোসেন অংকন (বৈষম্য), সেরা শিল্প নির্দেশক মারুফ সামুরাই (তারকাঁটা), সেরা শব্দগ্রাহক রতন পাল, শিশুশিল্পী বিশেষ শাখায় পুরস্কার মারজান হোসাইন জারা (মেঘমল্লার) ও শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা কনক চাঁপা চাকমা (জোনাকীর আলো)।

এ ছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ তে যৌথভাবে আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন সৈয়দ হাসান ইমাম ও রানি সরকার।

আরও পড়ুন-পয়লা বৈশাখে মুক্তি পেতে পারে ‘শঙ্খচিল’

bangladesh national film award
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy