অমিতাভ বচ্চনের পরিবার নিয়ে উৎসাহের অন্ত নেই অনুরাগীদের। এমনিতেই বচ্চন-বধূ ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে তাঁর শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের মনোমালিন্যের খবর প্রায়শই শোনা যায়। এ বার নিজের পরিবারের ভিতরের কথা জানিয়ে দিলেন নাতনি নব্যা নভেলি নন্দা।
আরও পড়ুন:
আসলে নব্যা মামাবাড়ির অন্দরের পরিবেশ নিয়ে দর্শকের কৌতূহল সম্পর্কে অবগত। তাই নব্যা জানান, বচ্চনদের পরিবারের কেউ ঝগড়া করেন না। সবাই নিজেদের মতামত রাখেন, মতপার্থক্যও হয়। কিন্তু ঝগড়া হয় না তা নিয়ে। মামাতো বোন আরাধ্যা বচ্চনের সঙ্গে তাঁর চারিত্রিক মিলের কথা জানিয়েছেন নব্যা।
শ্বেতা-কন্যার কথায়, ‘‘আমরা প্রত্যেকই বিভিন্ন ধরনের মানুষ, বিশ্বে কোথায় কী হচ্ছে প্রত্যেকেই সেই বিষয়ে অবগত। তাই আমাদের মধ্যে প্রচুর ভাবনার আদান-প্রদান হয়। আর আমি ও আরাধ্যা দু’জনেই একই পারিবারিক শিক্ষায় বড় হয়েছি। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গুরুজনদের সম্মান করা। আমরা বাড়িতে ও বাড়ির বাইরেও সবাইকে সম্মান করে চলি। আসলে শুধু আমি ও আরাধ্যা নয়, আমার ভাই অগস্ত্যও একই ধরনের।’’ নব্যা জানান, তাঁদের তিন ভাইবোনের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়া রয়েছে।