Advertisement
E-Paper

প্ল্যাকার্ড নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নওয়াজউদ্দিনের

সোনু নিগমের ‘আজান’ সংক্রান্ত টুইটে সরব গোটা বলিউড৷ হইচই চার দিকে। এর পরেই তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করে কোনও কোনও মহল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ১৮:৪৯

সোনু নিগমের ‘আজান’ সংক্রান্ত টুইটে সরব গোটা বলিউড৷ হইচই চার দিকে। এর পরেই তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করে কোনও কোনও মহল। তার জবাবেও সরগরম নেটদুনিয়া। এমন একটা সময়ে ‘শিল্পীর কোনও ধর্ম হয় না’— বার্তা নিয়ে হাজির অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। এ নিয়ে একটি ভিডিও আপলোড করেছেন নওয়াজউদ্দিন।

কিছু দিন আগে শহিদ-কন্যা গুরমেহরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল।

আরও পড়ুন: কন্নড় অভিনেতা রাজকুমারের সম্মানে গুগলের ডুডল

সেখানে তাঁকে হাতে প্ল্যাকার্ড নিয়ে যুদ্ধবিরোধী বার্তা দিতে দেখা গিয়েছিল। যদিও তা নিয়ে পরে বিতর্কও তৈরি হয়েছিল।

এবং গুরমেহরের বক্তব্যের জবাব হিসেবে অনেকেই প্ল্যাকার্ডের পাল্টা ব্যবহার করেছিলেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তাতে রঙ্গ-রসিকতা বা ব্যঙ্গ ছিল।

কিন্তু এই পদ্ধতিকেই এ বার কাজে লাগালেন নওয়াজউদ্দিন। প্ল্যাকার্ড হাতে তিনি বার্তা দিলেন, তাঁর ধর্ম নিয়ে।

কী সেই ধর্ম? না, শুধু মুসলমান নয়। তিনি ১৬.৬৬% হিন্দু, ১৬.৬৬% মুসলিম, ১৬.৬৬% খ্রিস্টান, ১৬.৬৬% বৌদ্ধ, ১৬.৬৬% শিখ এবং পৃথিবীর যত ধর্ম আছে, সে সবেরও ঐতিহ্য বহন করছেন এই অভিনেতা।

আর সেই সব ধর্মের প্রতি অনেকটাই রয়েছে তাঁর বিশ্বাস।

প্রতিটি প্ল্যাকার্ডের সঙ্গে পাল্টে পাল্টে গিয়েছে পোশাক। ফলে চেনা মানুষই হয়ে উঠেছেন অন্য জন। ঠিক যেভাবে পোশাক বদলায় ধর্মের নিরিখে। কিন্তু বাইরে আলাদা হলেও অন্তরে সকলেই এক।

তাই নিজের আত্মার কাছে যখন ধর্মের প্রশ্ন এনেছেন, তখনই পেয়েছেন সঠিক উত্তর। নওয়াজউদ্দিনের বার্তা তিনি সব ধর্মের তিনি এক জন ১০০ শতাংশ শিল্পী, আর সেটাই তাঁর ধর্ম। শিল্পীসত্তাকে তুলে ধরে নওয়াজ যে ইন্ডাস্ট্রির অন্দরেও কিছু বার্তা দিলেন তা আর বলার অপেক্ষা রাখে না।

Secularism Nawazuddin Siddiqui Film actor Social Media Viral Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy