৫ ডিসেম্বর ২০২৫, ভারতীয় সময় বিকেল ৫টা ২৭ মিনিটে দেবগুরু বৃহস্পতি পুনরায় মিথুনে প্রবেশ করেছে। এই বছরই বৃহস্পতি মিথুন থেকে কর্কটে প্রবেশ করেছিল। তবে বক্রগতি প্রাপ্ত হওয়ার কারণে সে মিথুনে পুনর্গমন করেছে। যে কোনও গ্রহই বক্রগতি প্রাপ্ত হলে ঘড়ির কাঁটার বিপরীতে গমন করে। সেই অনুযায়ী বৃহস্পতিও কর্কট থেকে পরবর্তী রাশিতে না গিয়ে, পূর্ববর্তী রাশিতে গমন করেছে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে শুভ গ্রহ মনে করা হয়। যে ব্যক্তির কোষ্ঠীতে বৃহস্পতি তুঙ্গে থাকে, সেই ব্যক্তির জীবনে সুখের অন্ত থাকে না। তবে বৃহস্পতি খারাপ ফলও দান করে। বৃহস্পতি বক্রী হওয়ার জন্য তিন রাশির ব্যক্তিরা খারাপ প্রভাব পেতে পারেন। তালিকায় কোন কোন রাশি রয়েছে দেখে নিন।
বক্রী বৃহস্পতি কাদের জন্য অশুভ হতে পারে?
মেষ: রাশিচক্রের প্রথম রাশি মেষকে এই সময় সতর্ক থাকতে হবে। মেষের জাতক-জাতিকারা এই সময় কোনও আর্থিক লেনদেন বা বিনিয়োগ করতে যাবেন না। আর্থিক ক্ষতি হতে পারে। হঠকারিতায় কোনও সিদ্ধান্ত নেবেন না। যে কোনও কাজ করার আগে দশ বার ভাবুন। কর্মক্ষেত্রে সচেতন থাকুন। নতুন চাকরিতে যোগ দেওয়ার আগে ভাল করে সেই কর্মস্থল সম্বন্ধে খোঁজখবর নিয়ে নিন। পরে গিয়ে আফসোস করতে হতে পারে।
আরও পড়ুন:
বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকাদেরও নানা দিক থেকে সমস্যায় পড়তে হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। ধৈর্য হারাবেন না, মাথা ঠান্ডা রাখুন। অবস্থার ঠিক পরিবর্তন হবে। আর্থিক ক্ষতির বিশেষ আশঙ্কা নেই। তবে বুঝে খরচ না করলে সমস্যায় পড়তে পারেন। রাগ ও দম্ভ নিয়ন্ত্রণে রাখতে হবে। না হলে সঙ্গীর সঙ্গে ঝামেলা সৃষ্টি হবে। সম্পর্ক বিচ্ছেদের পথে গড়াতে পারে।
আরও পড়ুন:
বৃশ্চিক: বৃহস্পতির মিথুনে প্রবেশ বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য খুব একটা সুবিধার হবে না। যে কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অতিরিক্ত চিন্তাভাবনা করে পা বাড়ান। ঋণগ্রহণ ও দান থেকে বিরত থাকুন। বিনিয়োগ করার আগে ভাল করে যাচাই করে নিন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। তবে মাথা ঠান্ডা রেখে, বুদ্ধি দিয়ে কাজ করলে সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন। দম্ভের কারণে সঙ্গীর সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে। তাঁর সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নিন।